Ayesha Takia MASSIVE Trolling For 'Plastic Surgery': ও মা এ কোন আয়েশা টাকিয়া! প্লাস্টিক সার্জারির পর ছবি পোস্ট, সমালোচনার সামনে পড়ে এ কী করলেন অভিনেত্রী!

Last Updated:

তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করেন৷ সেখানে আয়েশার মুখে প্লাস্টিক সার্জারির ছাপ স্পষ্ট৷ আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে ট্রোলিংয়ের শিকার হতে হয়৷

সোশ্যালমিডিয়াতে ছবি পোস্টের সঙ্গে সঙ্গে ট্রোলিং-এর শিকার আয়েশা টাকিয়া
সোশ্যালমিডিয়াতে ছবি পোস্টের সঙ্গে সঙ্গে ট্রোলিং-এর শিকার আয়েশা টাকিয়া
মুম্বই: বলিউডে প্লাস্টিক সার্জারির ঘটনা নতুন নয়৷ যদিও অনেকেই এই খবর প্রকাশ্যে স্বীকার করেন না৷ মূলত সৌন্দর্য বৃদ্ধির কারণে কারণে বলিউডে অনেকে এই অপারেশন করান৷ কিন্তু সমবসময় ফল যে আশানুরূপ হয়, তাও নয়৷ তাঁর প্রত্যক্ষ নিদর্শন আয়েশা টাকিয়া৷
তাঁর নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি একটি ছবি শেয়ার করেন৷ সেখানে আয়েশার মুখে প্লাস্টিক সার্জারির ছাপ স্পষ্ট৷ আর তাতেই সোশ্যাল মিডিয়া জুড়ে তাঁকে ট্রোলিংয়ের শিকার হতে হয়৷
advertisement
এই ট্রোলিং এতটাই সীমা ছাড়িয়ে যায়, যে শেষ পর্যন্ত অভিনেত্রীকে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইল মুছে ফেলতে হয়৷
advertisement
তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি সম্প্রতি একটা ছবি পোস্ট করেন৷ সেখানে তিনি একটা নীল ও সোনালি রঙের শাড়ি পড়েছিলেন৷ গালে ছিল গোলাপি টোনড মেকআপের টাচ৷ চুল ছিল খোলা৷
কিন্তু এই ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে অনেকেই কমেন্ট করতে শুরু করে, ‘‘ইনি কে, চিনতেই তো পারছি না৷’’ সাঙ্ঘাতিক ট্রোলিং-এর মুখোমুখি হয়ে শেষ অবধি তাঁর প্রোফাইলটি মুছে ফেলতে তিনি বাধ্য হন৷
advertisement
যদিও অনেকেই বলছেন এই ছবি তাঁর হতেই পারে না৷ কিছু একটা সমস্যা নিশ্চয়ই হয়েছে৷ একজন বলেছেন ‘‘আমি আয়েশা টাকিয়াকে অস্ত্রপ্রচারের পরও দেখেছি৷ কিন্তু তাঁতকে মোটেও এই রকম লাগছে না৷’’
তবে অনেকেই অনুমান করেছেন, হয়তো ক্যামেরার লেন্সের কোনও সমস্যাতে অথবা ফিল্টারের কারণে ওনাকে এই রকম দেখাচ্ছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ayesha Takia MASSIVE Trolling For 'Plastic Surgery': ও মা এ কোন আয়েশা টাকিয়া! প্লাস্টিক সার্জারির পর ছবি পোস্ট, সমালোচনার সামনে পড়ে এ কী করলেন অভিনেত্রী!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement