Get Rid Of Cockroaches: আরশোলার যম! এই কয়েকটা জিনিস থাকলেই রান্নাঘরের ত্রিসীমানায় থাকবে না এরা, জেনে নিন আরশোলা তাড়ানোর মোক্ষম উপায়
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
রান্নাঘরে আরসোলার প্রাদুর্ভাব বৃদ্ধি পেলে ডায়েরিয়া, বমির মতো নানা রকম সমস্যা হতে পারে৷ মূলত বেসিন, কেবিনেট, পাইপের ভিতর এরা লুকিয়ে থাকে৷ প্রতিদিনের পরিষ্কারেও এরা যেতে চায় না৷ তবে কয়েকটা চেনা উপকরণ আছে, যা দিয়ে পরিষ্কার করলে আরশোলা নামক বস্তুটি আশে-পাশেও ঘেষবে না৷
প্রতিদিন রান্না করে ধোয়া-মোছার পরও আরশোলার হাত থেকে মুক্তি নেই৷ একে দেখলে অনেকেরই পিলে চমকে ওঠে৷ স্বাস্থ্যের জন্য এই প্রাণীটি বেশ ক্ষতিকর৷ এর ফলে ডায়েরিয়া, বমির মতো নানা রকম সমস্যা হতে পারে৷ মূলত বেসিন, কেবিনেট, পাইপের ভিতর এরা লুকিয়ে থাকে৷ তাই প্রতিদিনের পরিষ্কারেও এরা যেতে চায় না৷ তবে কয়েকটা চেনা উপকরণ আছে, যা দিলে পরিষ্কার করলে আরশোলা নামক বস্তুটি আশে-পাশেও ঘেষবে না৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement