মেট্রোয় পাশে বসা অচেনা যুবককে স্পর্শ করতে শুরু করলেন তরুণী! লজ্জায় লাল ছেলেটি কানে কানে বললেন কিছু...তার পর?
- Published by:Tias Banerjee
Last Updated:
Metro Couple: মেট্রো ট্রেনের ভিতরে এক অজানা মেয়ে হঠাৎ পাশের ছেলেটিকে ছুঁতে শুরু করে। ছেলেটি লজ্জায় লাল, হতচকিত, আবার মুখে হাসিও। ঘটনা এখানেই থেমে থাকে না। তারপর যা ঘটে, তা যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়।
একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, মেট্রো ট্রেনের ভিতরে এক অচেনা মেয়ে হঠাৎ পাশের অচেনা ছেলেটিকে ছুঁতে শুরু করে। ছেলেটি লজ্জায় লাল হয়ে যায়। তারপর ছেলেটি মেয়েটির কানে কানে কিছু বলে—আর তার পরেই গল্প ঘুরে যায় অন্যদিকে।
এই ভিডিওটি ইনস্টাগ্রামে @ia_aruzhan নামক একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে, যেটি ভিডিওতে দেখা মেয়েটির নিজস্ব অ্যাকাউন্ট। মেয়েটির নাম Aruzhan Aibekova। ভিডিওর ক্যাপশনে লেখা, “What is your opinion? Did she find out?”—মানে, “তোমার কী মত? ও কি ধরে ফেলল?” এখন বোঝা যাচ্ছে না, এখানে “ধরে ফেলা” বলতে সে কী বোঝাতে চাইছে।
advertisement
advertisement
advertisement
advertisement
ভিডিওতে দেখা যাচ্ছে, একটি যুবক মেট্রোতে বসে নিজের মোবাইলে গেম খেলছিল। তার পাশেই বসে থাকা Aruzhan হঠাৎ করেই ছেলেটির হাতে স্পর্শ করতে শুরু করে। ছেলেটি চমকে ওঠে, চোখ তুলে Aruzhan-এর দিকে তাকায়—যিনি তখন অন্যদিকে মুখ ঘোরানো। এরই মাঝে ছেলেটি সামনে থাকা ভিডিও রেকর্ডিং করা ব্যক্তিকেও দেখে ফেলে। সে আবার তাড়াতাড়ি নিজের গেমে মন দেয়। কিন্তু তাতেও Aruzhan থামে না—সে বারবার ছেলেটির হাত স্পর্শ করে। লজ্জায় ছেলেটির মুখ লাল হয়ে যায়। এক ফাঁকে হেসে মুখ ঢেকে ফেলে ছেলেটি।
advertisement
Arujan-ও তখন মুচকি হেসে যেন বোঝাতে চায়, ওর উদ্দেশ্যই ছিল ছেলেটিকে একটু মজা করে অপ্রস্তুত করা। সে ছেলেটির আঙুলের দিকে হাত বাড়ায়। তখন ছেলেটি কিছু একটা কানে কানে বলে ওঠে—সম্ভবত তাকে জানায় যে সামনে ভিডিও রেকর্ডিং চলছে। সঙ্গে সঙ্গে Aruzhan হাত সরিয়ে নিয়ে আরামে বসে পড়ে। তারপর ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকায়। কিন্তু তখনও তার চোখ ছেলেটির দিকেই।
advertisement
সম্ভবত ছেলেটি বলে সে পরের স্টেশনে নেমে যাবে। এরপর দু’জনের মধ্যে করমর্দন হয়। তারপর ধীরে ধীরে Aruzhan মাথা রেখে দেয় ছেলেটির কাঁধে। হাত ধরে হাসতে হাসতে সময় কাটাতে দেখা যায় দু’জনকে। ছেলেটি তখনও ক্যামেরার দিকে তাকিয়ে লজ্জায় লাল হয়ে থাকে।
এই ভিডিওর মাধ্যমে অনেকেই বলছেন, এটা হয়তো সাজানো একটি ভিডিও। তবে এই মুহূর্তে ইন্টারনেটে এই ভিডিও নিয়ে ব্যাপক চর্চা চলছে। অনেকে বলছেন এটি মজার, কেউ বলছেন অনুচিত। তবে ভাইরাল হয়েছে ঠিকই।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 05, 2025 11:50 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
মেট্রোয় পাশে বসা অচেনা যুবককে স্পর্শ করতে শুরু করলেন তরুণী! লজ্জায় লাল ছেলেটি কানে কানে বললেন কিছু...তার পর?