ট্রেন আসতে দেখেই রেললাইনে শুয়ে পড়ল ছেলেটা! আর একজন করল ভিডিও! যা ঘটল... শিউরে উঠবেন

Last Updated:

জানা গিয়েছে যে ওড়িশার বৌধা জেলায় তিন নাবালক ছেলেকে আটক করা হয়েছে, যারা জীবন বিপন্ন করে তোলে এমন এক স্টান্ট পারফর্ম করেছে সোশ্যাল মিডিয়া রিল তৈরির জন্য।

চলন্ত ট্রেনের নীচে শুয়ে পড়ে রিল তৈরির উন্মাদনা! তিন নাবালককে হেফাজতে নিল পুলিশ
চলন্ত ট্রেনের নীচে শুয়ে পড়ে রিল তৈরির উন্মাদনা! তিন নাবালককে হেফাজতে নিল পুলিশ
বাস্তবে জীবন যে রকমই হোক না কেন, সোশ্যাল মিডিয়ায় তা হতেই হবে ঝকঝকে, অন্য সবার চেয়ে ভাল। অথবা হতে হবে অন্য সবার চেয়ে আলাদা, যাতে সবার নজর কেড়ে নেওয়া সম্ভব হয়। সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়িং উপার্জনের একটা পথ তৈরি করে দেয়, তা অস্বীকার করা যায় না। ফলে, সোশ্যাল মিডিয়া ইউজারদের আকৃষ্ট করতে নতুন কিছু করার হুজুগ এখন দেশ জুড়ে। তার খেসারতও দিতে হচ্ছে প্রাণ বলি দিয়ে। সৌভাগ্যবশত, ওড়িশার তিন নাবালক প্রাণে বেঁচে ফিরেছে।
জানা গিয়েছে যে ওড়িশার বৌধা জেলায় তিন নাবালক ছেলেকে আটক করা হয়েছে, যারা জীবন বিপন্ন করে তোলে এমন এক স্টান্ট পারফর্ম করেছে সোশ্যাল মিডিয়া রিল তৈরির জন্য। তাদের মধ্যে একজন রেললাইনের উপর শুয়ে ছিল এবং দ্রুত গতিতে ট্রেন তার উপর দিয়ে চলে যায়। এটি সোশ্যাল মিডিয়া উন্মাদনার আরেকটি প্রমাণ রিল এবং ভিডিও তৈরির জন্য, লোকেরা নিজেদের গুরুতর বিপদে ফেলে। বিশেষ করে ছোটরাও নিজেদেরকে জীবনের ঝুঁকিতে ফেলার আগে চিন্তাভাবনার ধার দিয়েও যাচ্ছে না।
advertisement
advertisement
চলন্ত ট্রেনের নীচে শুয়ে পড়ে রিল তৈরির উন্মাদনা! তিন নাবালককে হেফাজতে নিল পুলিশ
advertisement
চলন্ত ট্রেনের নীচে শুয়ে পড়ে রিল তৈরির উন্মাদনা! তিন নাবালককে হেফাজতে নিল পুলিশ
এই পুরো ঘটনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং সোশ্যাল মিডিয়া ইউজাররা এটি শেয়ার করে উদ্বেগ প্রকাশ করতে থাকেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ছেলে রেললাইনের উপর শুয়ে আছে, আর তার দুই বন্ধুকে স্টান্টটি পরিচালনা ও রেকর্ড করতে দেখা যাচ্ছে। ট্রেনটি কোনও ক্ষতি না করেই ছেলেটির উপর দিয়ে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যেই তিনজন ছেলেকেই উল্লাসে ফেটে পড়তে দেখা যায়।
advertisement
advertisement
প্রতিবেদন অনুসারে, ঘটনাটি ঘটেছে পুরুনাপানি রেলওয়ে স্টেশনের কাছে দালুপালির কাছে। এই এলাকায় কিছু দিন হল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় পুলিশ ছেলেদের আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি তুলে ধরেছে এবং তাদের বেপরোয়া আচরণের জন্য তিরস্কার করেছে।
রেললাইনের উপর শুয়ে থাকা ছেলেটি পুলিশকে জানিয়েছে যে ট্রেনটি পাশ দিয়ে যাওয়ার সময় সে খুব ভয় পেয়ে গিয়েছিল। সে স্বীকার করেছে যে সে বেঁচে থাকার আশা করেনি। অন্যরাও স্বীকার করেছে যে তারা সোশ্যাল মিডিয়ায় মনোযোগ আকর্ষণ করার জন্য এই ধরনের বিপজ্জনক স্টান্ট করেছিল।
advertisement
একই রকম একটি ঘটনা ঘটেছে দেশের অন্যত্রও। উত্তরপ্রদেশের উন্নাওয়ের এক ব্যক্তি রেললাইনের উপর শুয়ে ভিডিও তোলেন। উন্নাওয়ের হাসানগঞ্জের বাসিন্দা রঞ্জিত চৌরাসিয়া রেললাইনের উপর শুয়ে থাকা অবস্থায় একটি ভিডিও তোলেন এবং একটি ট্রেন তাঁর উপর দিয়ে চলে যায়। এর পর তিনি উঠে পড়েন এবং কুসুম্বি স্টেশনের কাছে রেললাইনের উপর দিয়ে হাঁটতে থাকেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর রেলওয়ে পুলিশ চৌরাসিয়াকে গ্রেফতার করে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
ট্রেন আসতে দেখেই রেললাইনে শুয়ে পড়ল ছেলেটা! আর একজন করল ভিডিও! যা ঘটল... শিউরে উঠবেন
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement