15 Days with Husband 15 Days with Lover: ১০ বার পালানোর পর মহিলার চাঞ্চল্যকর দাবি! ১৫ দিন স্বামীর সঙ্গে, ১৫ দিন থাকতে চান প্রেমিকের সঙ্গে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
15 Days with Husband 15 Days with Lover: উত্তরপ্রদেশের রামপুর জেলায় এক মহিলা ১০ বার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে অবশেষে দাবি তুললেন মাসের ১৫ দিন স্বামীর সঙ্গে ও ১৫ দিন প্রেমিকের সঙ্গে কাটানোর। তাঁর এই প্রস্তাবে হতবাক পঞ্চায়েত ও সমগ্র গ্রামবাসী। বিস্তারিত জানুন...
রামপুর: উত্তরপ্রদেশে এক অদ্ভুত ঘটনায় গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত স্তম্ভিত হয়ে পড়ে। রামপুর জেলায় স্বামী-স্ত্রীর এক বিবাদের জেরে সামনে আসে এমন ঘটনা, যেখানে স্ত্রী, যিনি এর আগেও ১০ বার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন, রাখলেন অবাক করা প্রস্তাব। তাঁর দাবি—মাসের ১৫ দিন স্বামীর সঙ্গে এবং বাকি ১৫ দিন প্রেমিকের সঙ্গে থাকার অনুমতি তাঁকে দিতে হবে।
চোখের সামনে এই প্রস্তাব শুনে পঞ্চায়েত স্তব্ধ হয়ে যায়। স্বামী ভাঙা গলায় হাতজোড় করে সভার সামনে অনুরোধ করেন—“তুমি আমাকে একা ছেড়ে দাও।”
advertisement
স্বামী-স্ত্রীর মধ্যে বারবার বিবাদ হওয়ায় পরিবারের লোকেরা বিষয়টি মীমাংসা করার জন্য পঞ্চায়েত ডাকেন। সেখানে প্রবীণ ও গ্রামবাসীর সামনে মহিলা খোলাখুলি জানিয়ে দেন তাঁর সিদ্ধান্ত—স্বামী ও প্রেমিকের মধ্যে সমানভাবে সময় ভাগ করে নেবেন তিনি।
advertisement
এমন প্রস্তাবের জবাবে স্বামী আবারও হাতজোড় করে বলেন—“আমাকে ক্ষমা করো, যাও প্রেমিকের সঙ্গেই থাকো।” স্বামীর এই বক্তব্য সকলের কানে পৌঁছতেই সভায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঘটনাটি আজিমনগর ও টান্ডা থানা এলাকায় অবস্থিত দুটি গ্রামের। জানা গেছে, আজিমনগরের এক তরুণী দেড় বছর আগে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
advertisement
কিন্তু বিয়ের পরপরই ওই তরুণীর সঙ্গে টান্ডা এলাকার এক যুবকের সম্পর্ক গড়ে ওঠে এবং তিনি তার সঙ্গে পালিয়ে যান। প্রতিবার স্বামী তাকে ফিরিয়ে আনলেও, মহিলা বারবার একই কাজ করেন। মোট ৯ বার পালানোর পর সম্প্রতি আবারও প্রেমিকের বাড়ি চলে যান তিনি। এবার স্বামী তাকে ফিরিয়ে আনতে গেলে তিনি সোজাসুজি অস্বীকার করেন। এতে পরিবার বাধ্য হয়ে পঞ্চায়েতের দ্বারস্থ হয়।
advertisement
পঞ্চায়েত চলাকালীন মহিলার অদ্ভুত দাবি শুনে সকলেই হতবাক হয়ে যায়। গ্রামবাসী প্রশ্ন তোলেন—এমন প্রস্তাব আদৌ কিভাবে মেনে নেওয়া যায়?
এ মুহূর্তে পরিস্থিতি অমীমাংসিত রয়ে গেছে। স্বামী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি আর সম্পর্ক চালিয়ে যেতে চান না। তবে মহিলা নিজের সিদ্ধান্তেই অনড়—স্বামী ও প্রেমিকের মধ্যে সমানভাবে সময় কাটাবেন তিনি।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 26, 2025 8:11 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
15 Days with Husband 15 Days with Lover: ১০ বার পালানোর পর মহিলার চাঞ্চল্যকর দাবি! ১৫ দিন স্বামীর সঙ্গে, ১৫ দিন থাকতে চান প্রেমিকের সঙ্গে...