Life After Death: মৃ*ত্যুর পর কী হয়! মৃ*ত্যুকে ছুঁয়ে ফেরা ডাক্তারের সঙ্গে যা হয়েছে ভাবতে পারবেন না...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Life After Death: ডাঃ রাজীব পার্টি অস্ত্রোপচারের সময় প্রায়-মৃত্যু অভিজ্ঞতার সম্মুখীন হন। দেহের বাইরে ভেসে ওঠা থেকে নরকের দ্বার দর্শন এবং ঈশ্বরীয় আলোর অভিজ্ঞতা—এই ঘটনাই তাঁকে বিলাসিতা ত্যাগ করে আধ্যাত্মিক জীবনের পথে নিয়ে যায় এবং নতুন অর্থ খুঁজে পেতে সাহায্য করে। জানুন বিস্তারিত...
Life After Death: মৃত্যুর কাছাকাছি গিয়ে কিছু মানুষ এমন অভিজ্ঞতার দাবি করেন, যা এতটাই গভীর যে তাদের পুরো জীবনই বদলে যায়। এই অভিজ্ঞতাগুলোকে বলা হয় প্রায়-মৃত্যু অভিজ্ঞতা (Near-Death Experiences বা NDEs) বা ‘লাইফ আফটার লাইফ’ এর ছোঁয়া।
যদিও এ নিয়ে বহু বৈজ্ঞানিক গবেষণা হয়েছে, তবুও এখনও পর্যন্ত কোন সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ফলে চিকিৎসা-বিজ্ঞানের জগতে অনেকেই এখনও সংশয়বাদী।
আরও পড়ুন: ভূতে বিশ্বাস করেন? জানতে চান ঘরে আত্মা ঘুরে বেড়াচ্ছে কি না? দেখুন এই ভয়ঙ্কর জল পরীক্ষাটি…
advertisement
এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন ভারতীয় বংশোদ্ভূত অ্যানাস্থেসিওলজিস্ট ডাঃ রাজীব পার্টি। তিনি নিজের প্রায়-মৃত্যু অভিজ্ঞতার পরেই তাঁর বিশ্বাস ও জীবন একেবারে ওলট-পালট হয়ে যায়।
advertisement
কখন হয়েছিল ঘটনাটি? তখন ডাঃ পার্টি ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ড হার্ট হাসপাতালে চিফ অ্যানাস্থেসিওলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন। ২০০৮ সালে, বয়স ৫১, তাঁর প্রোস্টেট ক্যানসারের অস্ত্রোপচার হচ্ছিল।
সেই জটিল অস্ত্রোপচারের সময় তাঁর হৃদযন্ত্র থেমে যায়। তিনি বিশ্বাস করেন, তখনই তিনি পরজগতের পথে যাত্রা শুরু করেন। এর পর যা ঘটেছিল, তা তাঁর দৃষ্টিভঙ্গি চিরতরে পাল্টে দেয়।
advertisement
দেহের বাইরে অভিজ্ঞতা – অস্ত্রোপচারের টেবিলে তাঁর দেহ শুয়ে থাকলেও, তিনি দাবি করেন তিনি ভেসে উঠে উপরে থেকে সার্জারি চলতে দেখেছিলেন। তারপর হঠাৎ করেই নিজেকে দিল্লিতে দেখতে পান, যেখানে তিনি তাঁর মা ও বোনকে দেখছিলেন। তাঁর কাছে এটি প্রমাণ ছিল যে এমন আধ্যাত্মিক অভিজ্ঞতা বাস্তব এবং সাধারণ।
advertisement
নিজের ইউটিউব চ্যানেলে ডাঃ পার্টি তাঁর পরবর্তী ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন: “আমি যন্ত্রণার আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। মনে হচ্ছিল আমি এক দ্রুতগামী পথে আছি এবং পৌঁছে গিয়েছি এক জ্বলন্ত গহ্বরের কিনারায়। ধোঁয়ায় আমার নাক ভরে গিয়েছিল, আমি পুড়ে যাওয়া মাংসের গন্ধ পাচ্ছিলাম। তখনই বুঝলাম—আমি নরকের দ্বারপ্রান্তে।”
ডাঃ পার্টির মতে, এরপর তিনি এক দেবীয় কণ্ঠ শুনেছিলেন যা তাঁকে ভোগবাদী জীবনের জন্য ভর্ৎসনা করেছিল। একজন হিন্দু হিসেবে তিনি ক্ষমা প্রার্থনা করেন। হঠাৎ দুটি দেবদূত উপস্থিত হয়ে তাঁকে এক সুড়ঙ্গসদৃশ পথে আলোর রাজ্যে নিয়ে যায়। সেখানে, ডাঃ পার্টির দাবি, এক উজ্জ্বল আভামণ্ডিত ব্যক্তিত্ব উপস্থিত হয়ে বলেন, “আমি যীশু, তোমার ত্রাতা।”
advertisement
এই রহস্যময় অভিজ্ঞতা তাঁর জীবনকে আমূল পরিবর্তন করে দেয়। সুস্থ হওয়ার পর তিনি তাঁর চিকিৎসক সহকর্মীদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেন, কিন্তু তাঁরা যেমন তিনি একসময় রোগীদের ক্ষেত্রে করতেন, তেমনি অবজ্ঞা করেন। তবে অভিজ্ঞতাটি তাঁকে গভীরভাবে নাড়া দেয়।
তিনি প্রশ্ন করতে শুরু করেন কেন তিনি এত বছর বিলাসিতার পিছনে ছুটেছেন—বড় বাড়ি, দামি গাড়ি আর বস্তুগত সম্পদের নেশা। অবশেষে, ডাঃ পার্টি বেকার্সফিল্ডের চাকরি ছেড়ে দেন, তাঁর প্রাসাদোপম বাড়ি ও গাড়িগুলি বিক্রি করে দেন এবং নিজেকে সম্পূর্ণভাবে আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত করেন।
advertisement
পরবর্তীতে তিনি ‘Dying to Wake Up: A Doctor’s Voyage into the Afterlife and the Wisdom He Brought Back’ নামে একটি বই প্রকাশ করেন, যেখানে তিনি তাঁর আশ্চর্যজনক যাত্রা ও জীবন বদলের গল্প লিপিবদ্ধ করেছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 6:21 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Life After Death: মৃ*ত্যুর পর কী হয়! মৃ*ত্যুকে ছুঁয়ে ফেরা ডাক্তারের সঙ্গে যা হয়েছে ভাবতে পারবেন না...