Stray Dog Rabies Risk: কেটে যাওয়া জায়গায় চেটে দিয়েছিল কুকুর! র‍্যাবিসের ছোবলে দুই বছরের শিশুর মৃত্যু...

Last Updated:

Stray Dog Rabies Risk: বদায়ুঁ জেলায় এক শিশু খেলতে গিয়ে আহত হলে ঘরছাড়া কুকুর তার ক্ষত চেটে দেয়। কিছুদিন পর র‍্যাবিসের উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি। বিস্তারিত জানুন...

কেটে যাওয়া জায়গায় চেটে দিয়েছিল কুকুর! র‍্যাবিসের ছোবলে দুই বছরের শিশুর মৃত্যু...
কেটে যাওয়া জায়গায় চেটে দিয়েছিল কুকুর! র‍্যাবিসের ছোবলে দুই বছরের শিশুর মৃত্যু...
বদায়ুঁ: উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলার একটি গ্রাম থেকে এক মর্মান্তিক ঘটনা সামনে এসেছে, যেখানে একটি দুই বছরের শিশু র‍্যাবিসে আক্রান্ত হয়ে মারা গেছে। শিশুটির পায়ে থাকা খোলা ক্ষত একটি ঘরছাড়া কুকুর চেটে দেয়, যার ফলে সে মারণরোগ র‍্যাবিসে সংক্রমিত হয়।
পরিবার সূত্রে জানা যায়, ১৬ আগস্ট শিশুটির শরীরে উপসর্গ দেখা দিতে শুরু করে। সে জলের প্রতি ভয় দেখাতে শুরু করে এবং জিভ বের করে হাঁপাতে থাকে। এরপরই শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু ১৮ আগস্ট, সে মারা যায়।
advertisement
advertisement
শিশুটির বাবা, মোহাম্মদ আনিস বলেন, “পরদিন তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়, তাই আমরা তাকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাই, কিন্তু সে সোমবার মারা যায়।” আনিস জানান, “আমার ছেলে বাইরে খেলার সময় পায়ে আঘাত পায় এবং রক্তপাত শুরু হয়। তখন একটি ঘরছাড়া কুকুর সেই জায়গাটা চেটে দেয়। আমরা জানতাম না এটা এত ভয়ঙ্কর হতে পারে।”
advertisement
এই ঘটনার পরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুটির মৃত্যুর পরে প্রায় ৩০ জন গ্রামবাসী র‍্যাবিসের ইনজেকশন নেন। অনেকেই বিশ্বাস করেন, যদি পরিবারটি ঝুঁকি সম্পর্কে সচেতন থাকত, তাহলে সময়মতো ভ্যাকসিন দেওয়া যেত এবং শিশুটিকে বাঁচানো যেত।
advertisement
বদায়ুঁ জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাঃ প্রশান্ত ত্যাগী এই ঘটনায় মন্তব্য করে বলেন, “এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, কুকুর কামড়ানো বা চাটাকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। কুকুর, বিড়াল বা বাঁদর কামড়ালে বা চাটলেও সঙ্গে সঙ্গে র‍্যাবিস ভ্যাকসিন নেওয়া উচিত। অবহেলা করলে তার ফলাফল প্রাণঘাতী হতে পারে।”
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Stray Dog Rabies Risk: কেটে যাওয়া জায়গায় চেটে দিয়েছিল কুকুর! র‍্যাবিসের ছোবলে দুই বছরের শিশুর মৃত্যু...
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement