UP Woman Fights Crocodile: ছেলেকে জলে টেনে নিয়ে যাচ্ছিল কুমির! চোখে পড়তেই লোহার রডের আঘাত মা-এর! জানুন সেই হাড়হিম করা ঘটনাটি...

Last Updated:

UP Woman Fights Crocodile: বহরাইচে কুমিরের হাত থেকে এক মা তার পাঁচ বছরের ছেলেকে বাঁচাতে নিজের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন। খালি হাতে ও লোহার রড দিয়ে কুমিরের সঙ্গে লড়ে ছেলেকে রক্ষা করেন। জানুন সেই ঘটনাটি...

ছেলেকে জলে টেনে নিয়ে যাচ্ছিল কুমির! চোখে পড়তেই লোহার রডের আঘাত মা-এর! জানুন সেই হাড়হিম করা ঘটনাটি...
ছেলেকে জলে টেনে নিয়ে যাচ্ছিল কুমির! চোখে পড়তেই লোহার রডের আঘাত মা-এর! জানুন সেই হাড়হিম করা ঘটনাটি...
বহরাইচ: ৪০ বছর বয়সী মায়া বাড়ির বাইরে ছেলে বীরুর চিৎকার শুনতে পান। বাইরে গিয়ে তিনি যা দেখেন, তাতে কিছুক্ষণের জন্য স্তম্ভিত হয়ে যান৷ একটি কুমির তার ছেলেকে জলের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ছেলেটি একটি নালার ধারে খেলছিল, সেখান থেকেই কুমিরটি হঠাৎ উঠে আসে এবং বীরুকে মুখে ধরে জলের মধ্যে টেনে নিতে শুরু করে।
প্রত্যক্ষদর্শীদের মতে, আগে পিছু না ভেবে ওই মহিলা এরপর কুমিরের উপর ঝাঁপিয়ে পড়েন। মায়া ও কুমিরের মধ্যে প্রায় পাঁচ মিনিট ধরে এক উত্তেজনাপূর্ণ সংঘর্ষ চলে। প্রথমে মায়া খালি হাতে কুমিরকে ঠেকানোর চেষ্টা করেন এবং পরে একটি লোহার রড দিয়ে আঘাত করতে থাকেন।
advertisement
advertisement
মায়া জানান, “আমি কিছু না ভেবে চিৎকার করে ঝাঁপ দিই। কুমির ওকে নিচের দিকে টানছিল, কিন্তু আমি আমার সর্বশক্তি দিয়ে ধরে রাখি। আমি ওকে ঘুষি মারি, আঁচড়াই, কিছুতেই ছাড়িনি। কয়েক মিনিট যেন কয়েক ঘণ্টার মতো লাগছিল। এরপর লোহার রড দিয়ে জোরে একবার আঘাত করার পর কুমির ওকে ছেড়ে দেয়। আমার ছেলে বেঁচে গেছে, সেটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়।”
advertisement
এই সাহসিকতার সময় মায়া ও বীরু উভয়েই আঘাত পান। মায়া হালকা জখম হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বীরু গুরুতর আহত হওয়ায় এখনও চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
advertisement
ঘটনার খবর জানার পর ঢাকিয়া গ্রামের প্রাক্তন প্রধান রাজকুমার সিং স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান। এরপর বন বিভাগের বিভাগীয় ফরেস্ট অফিসার রাম সিং যাদব ও এসডিও রাশিদ জামিল ঘটনাস্থলে যান এবং পরিবারের সঙ্গে দেখা করেন। বিভাগীয় ফরেস্ট অফিসার আশ্বস্ত করেছেন যে কুমিরটিকে খুঁজে বের করে ধরার জন্য একটি বিশেষ অভিযান চালানো হবে।
advertisement
এই ঘটনা আবার প্রমাণ করে, একজন মা তার সন্তানের জন্য জীবনের চরম ঝুঁকি নিতেও দ্বিধা করেন না। মায়ার সাহস ও দৃঢ়তা গোটা গ্রামে আলোড়ন সৃষ্টি করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
UP Woman Fights Crocodile: ছেলেকে জলে টেনে নিয়ে যাচ্ছিল কুমির! চোখে পড়তেই লোহার রডের আঘাত মা-এর! জানুন সেই হাড়হিম করা ঘটনাটি...
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement