Indian Railways Negligence: ইন্ডিয়ান রেলের এক ভুলেই এই কৃষক হয়েছিলেন গোটা ট্রেনের মালিক! পুরো ঘটনা জানলে অবাক হবেন আপনিও...

Last Updated:
Indian Railways Negligence: রেলওয়ের গাফিলতির কারণে পঞ্জাবের এক কৃষক সাময়িকভাবে একটি গোটা ট্রেনের মালিক হয়ে যান। ক্ষতিপূরণ না পেয়ে এই লড়াই ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে বিবেচিত, জানুন পুরো ঘটনাটি...
1/8
ইন্ডিয়ান রেলের একটি ভুলের কারণে এক সাধারণ পঞ্জাবি কৃষক সাময়িকভাবে একটি সম্পূর্ণ ট্রেনের মালিক হয়ে ওঠেন — এটি শুনে অবাক লাগলেও ঘটনাটি একেবারে সত্যি। পঞ্জাবের লুধিয়ানা জেলার কাটানা গ্রামের কৃষক সম্পূরন সিং আদালতের নির্দেশে সাময়িকভাবে 'শতাব্দী এক্সপ্রেস' ট্রেনের মালিক হয়ে উঠেছিলেন।
ইন্ডিয়ান রেলের একটি ভুলের কারণে এক সাধারণ পঞ্জাবি কৃষক সাময়িকভাবে একটি সম্পূর্ণ ট্রেনের মালিক হয়ে ওঠেন — এটি শুনে অবাক লাগলেও ঘটনাটি একেবারে সত্যি। পঞ্জাবের লুধিয়ানা জেলার কাটানা গ্রামের কৃষক সম্পূরন সিং আদালতের নির্দেশে সাময়িকভাবে 'শতাব্দী এক্সপ্রেস' ট্রেনের মালিক হয়ে উঠেছিলেন।
advertisement
2/8
ঘটনার সূচনা হয় লুধিয়ানা-চণ্ডীগড় রেললাইন নির্মাণের সময় রেলওয়ে কর্তৃপক্ষ সম্পূরন সিং সহ আরও অনেক কৃষকের জমি অধিগ্রহণ করে। প্রতি একর জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হলেও, পাশের গ্রামের জন্য ৭১ লক্ষ টাকা প্রদান করা হয়। এই বৈষম্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সম্পূরন সিং।
ঘটনার সূচনা হয় লুধিয়ানা-চণ্ডীগড় রেললাইন নির্মাণের সময় রেলওয়ে কর্তৃপক্ষ সম্পূরন সিং সহ আরও অনেক কৃষকের জমি অধিগ্রহণ করে। প্রতি একর জমির জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হলেও, পাশের গ্রামের জন্য ৭১ লক্ষ টাকা প্রদান করা হয়। এই বৈষম্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন সম্পূরন সিং।
advertisement
3/8
আদালত শুরুতে ক্ষতিপূরণ ৫০ লক্ষ এবং পরে ১.৫ কোটিতে বাড়িয়ে দেয়। ২০১৫ সালে আদালত নর্দার্ন রেলওয়েকে পুরো টাকা পরিশোধের নির্দেশ দিলেও, রেল কর্তৃপক্ষ কেবল ৪২ লক্ষ টাকা দেয়। অবশিষ্ট টাকা না পেয়ে ২০১৭ সালে তিনি ফের আদালতে যান।
আদালত শুরুতে ক্ষতিপূরণ ৫০ লক্ষ এবং পরে ১.৫ কোটিতে বাড়িয়ে দেয়। ২০১৫ সালে আদালত নর্দার্ন রেলওয়েকে পুরো টাকা পরিশোধের নির্দেশ দিলেও, রেল কর্তৃপক্ষ কেবল ৪২ লক্ষ টাকা দেয়। অবশিষ্ট টাকা না পেয়ে ২০১৭ সালে তিনি ফের আদালতে যান।
advertisement
4/8
এই মামলার শুনানিতে, জেলা ও সেশন আদালত রায় দেয় যে অবশিষ্ট টাকা না দেওয়ায় লুধিয়ানা স্টেশন মাস্টারের অফিস ও 'অমৃতসর-দিল্লি স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস' ট্রেনটি সিজ করা হবে। আদালতের আদেশ অনুযায়ী, সম্পূরন সিং স্টেশনে যান এবং ট্রেনটি দখল করেন।
এই মামলার শুনানিতে, জেলা ও সেশন আদালত রায় দেয় যে অবশিষ্ট টাকা না দেওয়ায় লুধিয়ানা স্টেশন মাস্টারের অফিস ও 'অমৃতসর-দিল্লি স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস' ট্রেনটি সিজ করা হবে। আদালতের আদেশ অনুযায়ী, সম্পূরন সিং স্টেশনে যান এবং ট্রেনটি দখল করেন।
advertisement
5/8
সেই মুহূর্তে ট্রেনের মালিক ছিলেন সম্পূরন সিং। যদিও যাত্রীদের অসুবিধার কথা ভেবে পরে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়, তবে আইনত কয়েক মিনিটের জন্য ট্রেনটির মালিক ছিলেন তিনিই। কয়েক মিনিট পরে আদালতের কর্মকর্তারা ট্রেনটি মুক্ত করেন।
সেই মুহূর্তে ট্রেনের মালিক ছিলেন সম্পূরন সিং। যদিও যাত্রীদের অসুবিধার কথা ভেবে পরে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়, তবে আইনত কয়েক মিনিটের জন্য ট্রেনটির মালিক ছিলেন তিনিই। কয়েক মিনিট পরে আদালতের কর্মকর্তারা ট্রেনটি মুক্ত করেন।
advertisement
6/8
এই ঘটনা দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে, কারণ ভারতে কোনও ব্যক্তি ব্যক্তিগতভাবে ট্রেন কিনতে বা পরিচালনা করতে পারেন না। তবুও, আদালতের আদেশে সম্পূরন সিংয়ের এই অস্বাভাবিক অভিজ্ঞতা তাকে ইতিহাসে স্থান করে দেয়।
এই ঘটনা দেশজুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে, কারণ ভারতে কোনও ব্যক্তি ব্যক্তিগতভাবে ট্রেন কিনতে বা পরিচালনা করতে পারেন না। তবুও, আদালতের আদেশে সম্পূরন সিংয়ের এই অস্বাভাবিক অভিজ্ঞতা তাকে ইতিহাসে স্থান করে দেয়।
advertisement
7/8
এ ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। যেমন ২০১৬ সালে কর্ণাটকে এক কৃষকের মামলায় ট্রেন দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। আবার ২০১৫ সালে হিমাচল প্রদেশে দুই কৃষককে ক্ষতিপূরণ দিতে রেলওয়েকে ৩০ লক্ষ টাকা প্রদান করতে হয়।
এ ধরনের ঘটনা অতীতেও ঘটেছে। যেমন ২০১৬ সালে কর্ণাটকে এক কৃষকের মামলায় ট্রেন দুই ঘণ্টা বন্ধ রাখা হয়। আবার ২০১৫ সালে হিমাচল প্রদেশে দুই কৃষককে ক্ষতিপূরণ দিতে রেলওয়েকে ৩০ লক্ষ টাকা প্রদান করতে হয়।
advertisement
8/8
সম্পূরন সিংয়ের মামলা এখনও বিচারাধীন। তিনি এখনো তার জমির উপযুক্ত ক্ষতিপূরণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ‘শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মালিক’ হিসেবে তার নাম ইতিহাসে অমর হয়ে থাকবে। এই ঘটনা যেমন বিস্ময়কর, তেমনি চিন্তার উদ্রেককারীও।
সম্পূরন সিংয়ের মামলা এখনও বিচারাধীন। তিনি এখনো তার জমির উপযুক্ত ক্ষতিপূরণের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তবে ‘শতাব্দী এক্সপ্রেস ট্রেনের মালিক’ হিসেবে তার নাম ইতিহাসে অমর হয়ে থাকবে। এই ঘটনা যেমন বিস্ময়কর, তেমনি চিন্তার উদ্রেককারীও।
advertisement
advertisement
advertisement