ওড়িশা পার্সেল বোমা মামলা: নবদম্পতিকে বোমা ‘উপহার’ দিয়েছিলেন অধ্যাপক

Last Updated:

নবদম্পতির কাছে ‘উপহার’ হিসেবে পার্সেলে প্যাকিং করে বোমা পাঠিয়েছিলেন এক অধ্যাপক ৷ উদ্দেশ্য ছিল গোটা পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ৷

#কটক: নবদম্পতির কাছে ‘উপহার’ হিসেবে পার্সেলে প্যাকিং করে বোমা পাঠিয়েছিলেন এক অধ্যাপক ৷ উদ্দেশ্য ছিল গোটা পরিবারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ৷ ফেব্রুয়ারি মাসের ওই ঘটনায় মৃত্য়ু হয়েছিল সদ্য বিবাহিত সৌম্য শেখর শাহ(২৬) এবং তাঁর ঠাকুমা জেমামানি শাহর(৮৫) ৷ নববধূ রেমা(২২) মারাত্মকভাবে জখম হন ৷ ঈর্ষাপরবশ হয়েই ওই অধ্যাপক এমন কাণ্ড ঘটিয়েছিলেন বলে জানা গিয়েছে ৷
কিন্তু কেন এমন ঘটনা ঘটালেন ইংরাজি সাহিত্যের ওই অধ্যাপক ? রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল আর পি শর্মা জানিয়েছেন, পুঞ্জিলাল মেহর নামের ওই অধ্যাপক পশ্চিম ওড়িশার বোলানগির জেলার জ্যোতি বিকাশ কলেজে কর্মরত ৷ ওই একই কলেজের ইতিহাসের অধ্যাপিকা ছিলেন সৌম্যের মা সংযুক্তা শাহ ৷ আগে ওই কলেজের অধ্যক্ষ ছিলেন পুঞ্জিলাল ৷ গত বছরের মে মাসে অধ্যক্ষ পদে বসেন সংযুক্তদেবী ৷ সমস্যার সূত্রপতা সেই সময় থেকেই ৷ এই ঘটনা মেনে নিতে পারেননি মেহর ৷ বারবার সংযুক্তাদেবীকে অপদস্ত করার চেষ্টা করেছিলেন তিনি ৷ তাঁর নামে কলেজের দেওয়ালে অপমানজনক স্লোগান লেখানোর সঙ্গে নাম জড়িয়েছিল পুঞ্জিলালের ৷ কিন্তু তাতেও রাগ কমেনি তাঁর ৷ শেষ পর্যন্ত বিস্ফোরণে গোটা পরিবারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি ৷ সেই মতো ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যেমে ওই বোমা সৌম্যর বাড়িতে পৌঁছে দেন পুঞ্জিলাল  ৷
advertisement
advertisement
১৮ ফেব্রুয়ারি ছিল সৌম্য ও রেমার বিয়ে ৷ এর পাঁচদিন পর ২৩ ফেব্রুয়ারি বিয়ের উপহার হিসাবে একটি পার্সেল আসে সৌম্যর বাড়িতে ৷ কিন্তু সেই পার্সেল খুলতেই নিমেষে তছনছ হয়ে যায় সবকিছু ৷ ঘটনাস্থলেই মারা যান পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার সৌম্য শেখর ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মারা যান জেমামানিদেবী ৷ গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে দীর্ঘ কয়েকমাস মৃত্যুর সঙ্গে লড়াই চলে রেমার ৷ অবশেষে গত ১২ এপ্রিল বাড়ি ফিরেছেন রেমা ৷ এমন ঘটনার জন্য দায়ী অপরাধীর মৃত্য়ুদণ্ড চেয়েছেন তিনি ৷
advertisement
মার্চ মাসে রাজ্য পুলিশের হাত থেকে এই মামলা যায় সিআইডি-র কাছে ৷ মেহর ছাড়াও ক্যুরিয়ার সার্ভিসের ৬জনকে আটক করেছে সিআইডি ৷ যদিও পুঞ্জিলালের স্ত্রী সৌদামিনী জানিয়েছেন, তাঁর স্বামী এমন অপরাধ করতে পারেন না ৷ প্রকৃত অপরাধীকে ধরতে না পেরে তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ওড়িশা পার্সেল বোমা মামলা: নবদম্পতিকে বোমা ‘উপহার’ দিয়েছিলেন অধ্যাপক
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement