ফ্লাইওভারের নিচে ঘোরাঘুরি যুবকের! পুলিশ আটক করতেই যা পাওয়া গেল! চাঞ্চল্য শিলিগুড়িতে
- Published by:Soumendu Chakraborty
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
অস্ত্র উদ্ধারে সাফল্য পেল বাগডোগরা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : অস্ত্র উদ্ধারে সাফল্য পেল বাগডোগরা থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে বাগডোগরা গুরুদুয়ারা সংলগ্ন ফ্লাইওভারের নিচে সন্দেহভাজন অবস্থায় ঘোরাঘুরি করছিল এক যুবক। খবর পেয়ে বাগডোগরা থানার সাদা পোশাকের একদল পুলিশ সেখানে পৌঁছে যায়। অভিযুক্তকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে মেলে দেশি তৈরি একটি আগ্নেয়াস্ত্র ও গুলি। সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুন: পড়শি যুবককে বাড়িতে ডেকে অবাধ যৌনতা স্ত্রীর, দেখে ভয়ঙ্কর ঘটনা ঘটান স্বামী! আদালত যা বলল
ধৃত যুবকের নাম মোঃ আশরাফুল। সে বাগডোগরারই বাসিন্দা। অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।
advertisement
আরও পড়ুন: বৃষ্টিতে কি ভেস্তে যাবে পুজোর সব প্ল্যান! জেনে নিন আবহাওয়ার হালহকিকত
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে অস্ত্র এল, এর পেছনে কোনও চক্র রয়েছে কি না, বা ওই যুবক অন্য কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্থানীয় অপরাধ জগৎ বা অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে তার যোগ থাকতে পারে।
advertisement
স্থানীয় বাসিন্দাদের দাবি, এই ধরনের অভিযানের ফলে এলাকায় নিরাপত্তা আরও বাড়বে। বাগডোগরায় সাম্প্রতিক কালে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছিল। পুলিশি তৎপরতায় আপাতত স্বস্তি পেল এলাকাবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 29, 2025 7:07 PM IST