করোনাকে হাতিয়ার করে দেওয়াল লিখনের ধুম মালদহের মানিকচকে !

Last Updated:

সামাজিক সচেতনতার পাশাপাশি দেওয়াল লিখনে তুলে ধরা হচ্ছে বিভিন্ন দাবি ।

#মালদহ: বিধানসভা ভোটের এখনও ঢের দেরি। তার আগেই দেওয়াল লিখনের ধুম পড়েছে মালদহের মানিকচকে। করোনাকে হাতিয়ার করে দেওয়াল লিখনে নেমে পড়েছে সিপিএম। সামাজিক সচেতনতার পাশাপাশি দেওয়াল লিখনে তুলে ধরা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়াও। আর এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর। সিপিএমকে দেওয়াল লিখন ইস্যুতে কটাক্ষ করেছে তৃণমূল। সাধারণ ভাবে বিভিন্ন নির্বাচনের আগে দেখা যায় রাজনৈতিক কর্মীদের দেওয়াল লিখন। কিন্তু , এর উল্টো ছবি মালদহের মানিকচকে। এখানে গত কয়েকদিন ধরে একের পর এক দেওয়াল লিখছে সিপিএম। করোনাকে ইস্যু করে সুকৌশলে দেওয়ালে দেওয়ালে তুলে ধরা হচ্ছে বিভিন্ন দাবি দাওয়া।
মুখে সচেতনতার প্রচারের কথা বলা হলেও দেওয়াল লিখনে সচেতনতার পাশাপাশি রেশনের মাধ্যমে বিনামূল্যে মাস্ক,স্যানিটাইজার ও সাবান বিলি। এমনকি করোনা পরিস্থিতিতে বিদ্যুতের বিল কমানো এবং প্রতি মাসে মাসে বিদ্যুৎ বিল নেওয়ার মতো সাধারণ দাবিও তুলে ধরা হচ্ছে। এভাবে ভোটের অনেক আগে থেকেই অভিনব কায়দায় দেওয়াল লিখনের মাধ্যমে আসরে নেমে পড়েছে সিপিএম। দেওয়াল লিখনের পাশাপাশি করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের ব্যর্থতার প্রসঙ্গও তুলে ধরা হচ্ছে। কিন্তু, হঠাৎ করে এভাবে দেওয়াল লিখন কেন ? সিপিএমের মালদহ  জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহার সাফাই,করোনা মোকাবিলায় কেন্দ্র ও রাজ্য ব্যর্থ। তাই, মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। যদিও করোনা শুরুর দীর্ঘ পাঁচ মাস পরে হঠাৎ করে সিপিএমের এমন দেওয়াল লিখনকে ঘোলা জলে রাজনীতি বলে কটাক্ষ করেছে তৃণমূল। এমন দেওয়াল লিখন হাস্যকর বলে মন্তব্য করেছেন, তৃণমূল নেত্রী সাবিত্রী মিত্র। আসলে মানুষকে সচেতন করা নয়,  সিপিএম করোনা নিয়ে রাজনীতি করতে চাইছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন তিনি।
advertisement
সেবক দেবশর্মা
advertisement
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
করোনাকে হাতিয়ার করে দেওয়াল লিখনের ধুম মালদহের মানিকচকে !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement