Jalpaiguri News: কাগজে-কলমে নয়, সব কাজ হবে ডিজিটাল! পঞ্চায়েতে এপ্রিল থেকে বড় বদল, কী কী সুবিধা হবে
- Published by:Sanchari Kar
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri News: এপ্রিল থেকে ম্যানুয়াল পদ্ধতিতে সমস্ত কাজ বন্ধ করে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত তথ্য এবং কার্যক্রম নতুন পোর্টালে আপলোড করতে হবে।
জলপাইগুড়ি: এপ্রিল থেকে বন্ধ হচ্ছে ম্যানুয়াল কাজ। পঞ্চায়েতের সব তথ্য থাকবে অনলাইনে! ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। ১ এপ্রিল থেকে ম্যানুয়াল পদ্ধতিতে সমস্ত কাজ বন্ধ করে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সমস্ত তথ্য এবং কার্যক্রম নতুন পোর্টালে আপলোড করতে হবে। লক্ষ্য একটাই— রাজস্ব ফাঁকি বন্ধ করা এবং কাজের স্বচ্ছতা বজায় রাখা।
রাজ্য পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতরের সফটওয়্যার বিশেষজ্ঞ অভিজিত দাস জানিয়েছেন, এই পোর্টালের মাধ্যমে প্রকল্প রূপায়ন, টেন্ডার আহ্বান, আর্থিক লেনদেন— সব কিছুই ডিজিটালভাবে সম্পন্ন হবে। এমনকি, গ্রাম সভায় গৃহীত সিদ্ধান্তও এই পোর্টালে আপলোড করতে হবে, যাতে নিচু তলার প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় থাকে।এই নতুন ব্যবস্থা কার্যকর করার জন্য জলপাইগুড়ির রানীনগর প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য পঞ্চায়েত দফতরের বিশেষজ্ঞরা কর্মীদের প্রশিক্ষণ দেবেন। পোর্টাল ব্যবহারে দক্ষতা বাড়ানোর জন্য পঞ্চায়েতের কর্মীদের সময় লাগলেও একবার অভ্যস্ত হয়ে গেলে কাজের গতি এবং কার্যকারিতা অনেকটাই বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।
advertisement
advertisement
মাল পঞ্চায়েত সমিতির হিসাবরক্ষক স্নিগ্ধা বিশ্বাস বলেন, “প্রথমে হয়তো কিছুটা অসুবিধা হবে, কিন্তু ম্যানুয়াল কাজের বদলে সব কিছু অনলাইনে হলে ঝামেলা কমবে, স্বচ্ছতাও বজায় থাকবে।” রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েতের কোনও কাজ যদি পোর্টালে আপলোড না করা হয়, তবে তা নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে রাজস্ব আদায় সংক্রান্ত অনিয়ম এবং কর ফাঁকি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। ১ এপ্রিল থেকে পঞ্চায়েতের কাজ ডিজিটাল হওয়া রাজ্যের প্রশাসনিক কাজের স্বচ্ছতায় এটি নিঃসন্দেহে এক বড় পদক্ষেপ।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 28, 2025 1:39 PM IST
