Women's Football Tournament: মহিলারাও খেলাধুলায় তাঁদের প্রতিভা তুলে ধরুক! পাহাড়ে শুরু মহিলা ফুটবল টুর্নামেন্ট
- Reported by:Sujoy Ghosh
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Women's Football Tournament: সেই অর্থে বর্তমানে নারীদের সম্মান জানিয়ে তাদের অগ্রগতিতে দার্জিলিঙে শুরু হতে চলেছ মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট।
দার্জিলিং: বর্তমান যুগে দাঁড়িয়ে মেয়েদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নিতে দেখা গিয়েছে প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন সংগঠনকে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সেলফ ডিফেন্স ক্যাম্প। মেয়েদের নিরাপত্তার কথা মাথায় রেখেই একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই অর্থে বর্তমানে নারীদের সম্মান জানিয়ে তাদের অগ্রগতিতে দার্জিলিঙে শুরু হতে চলেছ মহিলা নকআউট ফুটবল টুর্নামেন্ট।
এই প্রসঙ্গে দার্জিলিং ঋষি হাটের নিউ হোপ ফাউন্ডেশন এর সদস্য নেত্র বারাইলি বলেন মেয়েদের সম্মান জানিয়ে আমাদের এই ফুটবল টুর্নামেন্ট। এ বছর দ্বিতীয় বর্ষে ঋষিহাট হাই স্কুল খেলার মাঠ প্রাঙ্গনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। গত বছর ভালো সাড়া পেয়েছি মোট ২২ টি টিম এই খেলায় অংশগ্রহণ করেছিল এই বছরও আশা রাখছি সকলের ভালো সাড়া পাবো। শিলিগুড়ি সিকিম কালিম্পং সহ বিভিন্ন জেলা থেকে এই খেলায় প্রতিযোগিতা অংশগ্রহণ করে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ডিসেম্বরের ১৭ তারিখ।
advertisement
advertisement
চলতি বছরেও দ্বিতীয় এই ওমেন্স নকআউট ফুটবল টুর্নামেন্ট ছাড়া ফেলবে সকলের মনে। বর্তমানে এমন বহু মহিলা রয়েছে যারা নিজেদের প্রতিভাকে সামনে তুলে ধরতে পারে না সেই অর্থেই এই টুর্নামেন্ট এমন একটি প্লাটফর্ম যেখান থেকে খেলাধুলার সঙ্গে যুক্ত মহিলারা তাদের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরতে পারবে।
advertisement
Sujoy Ghosh
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 09, 2024 7:38 PM IST









