Jalpaiguri News: বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতে না উঠতেই সামনে হাজির দাঁতাল! মহিলার তারপর যা হল...

Last Updated:

হাতির আক্রমণে আহত পার্বতী ওঁরাওকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে

হাতির হানায় আহত এক 
হাতির হানায় আহত এক 
জলপাইগুড়ি: ফের বুনো হাতির আক্রমণে জখম হলেন এক মহিলা। শীতকালেও উত্তরবঙ্গে দাঁতালের হামলা অব্যাহত। এদিন বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতে না উঠতেই পার্বতী ওঁরাও (৪০) নামে এক মহিলাকে আক্রমণ করে বুনো হাতি। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে।
হাতির আক্রমণে আহত পার্বতী ওঁরাওকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এমনিতে জঙ্গল লাগোয়া লোকালয়ে হামেশাই বন্য প্রাণীর আক্রমণের খবর পাওয়া যায়। দিনের পর দিন এই ভয়কে সঙ্গে করেই জীবনযাপন করেন জঙ্গল সংলগ্ন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জঙ্গলের পার্শ্ববর্তী এলাকায় আচমকাই দলছুট একটি হাতি এসে হামলা করে। সেই সময় ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে রাস্তার দিকে যাচ্ছিলেন। ময়নাগুড়ি ব্লকের রামসাই ফরেস্ট এলাকার ঘটনা।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আহত পার্বতী ওঁরাও রামসাই নিউল্যান্ডস চা বাগানের ১০ নম্বর সেকশন‌ এলাকার বাসিন্দা। বুনো হাতির হামলায় গুরুতর জখম হলেও প্রাণে‌ বেঁচে গিয়েছেন। তাঁর মুখে আঘাত গুরুতর বলে জানা গেছে। এই মুহূর্তে জলপাইগুড়ি মেডিকেল কলেজের তাঁর চিকিৎসা চলছে।
সুরজিৎ দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Jalpaiguri News: বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতে না উঠতেই সামনে হাজির দাঁতাল! মহিলার তারপর যা হল...
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement