Jalpaiguri News: দুধের স্বাদ 'উৎকৃষ্ট; ঘোলে মিটল! জঙ্গলে দেখা না পেয়ে ডুয়ার্সেই ফটো ফ্রেমে বন্যপ্রাণী দর্শন
- Reported by:SUROJIT DEY
- news18 bangla
- Published by:kaustav bhowmick
Last Updated:
গরুমারা অভয়ারণ্যের অন্তর্গত লাটাগুড়িতে আয়োজিত হল দেশ-বিদেশের ফটোগ্রাফারদের তোলা বিভিন্ন বিষয়ের ওপর আলোচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা
জলপাইগুড়ি: ডুয়ার্সের জঙ্গলে আয়োজিত হল বন্যপ্রাণ ও প্রকৃতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। জঙ্গলে এসে বন্যপ্রাণ চাক্ষুস করতে না পারলেও ছবিতে দেখেই দুধের স্বাদ ঘোলে মেটালেন পর্যটকেরা।
গরুমারা অভয়ারণ্যের অন্তর্গত লাটাগুড়িতে আয়োজিত হল দেশ-বিদেশের ফটোগ্রাফারদের তোলা বিভিন্ন বিষয়ের ওপর আলোচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। ছবিগুলোর মধ্যে পাখি, বন্যপ্রাণী সহ সমাজের নানান দিক তুলে ধরার চেষ্টা করেছেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা। মোট ১৫০ জন ফটোগ্রাফারের তোলা ৩৫০ টি আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এদিকে যখন বহু অর্থ এবং সময় ব্যয় করে জঙ্গলে এসে বন্যপ্রাণী সহ প্রকৃতিকে উপভোগ করতে ব্যর্থ হতে হচ্ছে পর্যটকদের সেই সময় এমন আয়োজন অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মত। তবে ফোটো ফ্রেমে বন্যপ্রাণীদের পরিষ্কার ছবি দেখতে পেয়ে বেশ খুশি পর্যটকদের একটি বড় অংশ। এই প্রদর্শনী ও প্রতিযোগিতা প্রসঙ্গে উদ্যোক্তারা জানান, এবারের এই আয়োজনে যে সাড়া পাওয়া গিয়েছে তাতে আগামী বছরে আরও বেশী সংখ্যক মানুষ এবং পেশাদার ফটোগ্রাফাররা যোগ দেবেন বলে আশা।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 08, 2024 6:01 PM IST









