Wild Elephant: চিনা খাবারের নেশায় লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল!

Last Updated:

খাবারের স্বাদ বদলেছে বুনো হাতি।লোকালয়ে হানা দিয়ে এখন চাল, আটা শুধু নয় হাতি খেয়ে যাচ্ছে নুডলস। এমনকি নুডলসের প্যাকেট নিয়েও এলাকা ছাড়ছে বুনো হাতি।

+
হাতির

হাতির দল

আলিপুরদুয়ার: খাবারের স্বাদ বদলেছে বুনো হাতি।লোকালয়ে হানা দিয়ে এখন চাল, আটা শুধু নয় হাতি খেয়ে যাচ্ছে নুডলস। এমনকি নুডলসের প্যাকেট নিয়েও এলাকা ছাড়ছে বুনো হাতি।
এমনি দৃশ্য গভীর রাত হলে দেখা যাচ্ছে হ্যামিল্টনগঞ্জ এলাকায়।সামনে রেঞ্জ অফিস রয়েছে তাতে কী? কোনও তোয়াক্কা করছে না হাতির দল। রোজ রাতে কখনও একটি হাতি আবার কখনও দল বেঁধে বুনো হাতির দল চলে আসছে এলাকায়। নুডলসের জন্য এই অমোঘ টান বলে দাবি ব্যবসায়ীদের।
advertisement
advertisement
কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বাসরা নদী পেরিয়ে আসছে বুনো হাতির দল।এলাকার এক দোকানের সিসি টিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে বুনো হাতির নুডলস নিয়ে যাওয়ার ছবি। এলাকার এক ব্যবসায়ী সঞ্জয় সাহা জানান, “বুনো হাতি হামলা করে দোকানের সাটার ভেঙে ভেতরে থাকা কয়েক বস্তা চাল ও কয়েক প্যাকেট নুডলস সাবার করেছে।প্রতিদিন এরকম ঘটনা তো আর মানা যায় না।”
advertisement
বন দফতরের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জের বন কর্মীরা বিরক্ত হয়ে গিয়েছেন। রোজ এই ঘটনা তাঁদের নাকের ডগায় ঘটছে, তাও তারা কিছু করতে পারছেন না।
Annanya Dey
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Wild Elephant: চিনা খাবারের নেশায় লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement