Suvendu Adhikari: ‘ফ্লাইট বুক করে দিল্লি যান...,’ রাজ্যপালকে পরামর্শ, ৩৫৫ ধারা জারি নিয়ে জোরাল সওয়াল শুভেন্দুর!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে রাজ্যপালের প্রবল সমালোচনা করেন বিরোধী দলনেতা৷ এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা লাগু করা নিয়েও জোড়াল সওয়াল করেন তিনি৷
ধূপগুড়ি: সোমবারই ফিরেছেন কোচবিহার থেকে৷ তারপর একফোঁটা বিশ্রামও নেননি৷ কলকাতায় ফিরেই সোজা চলে যান দক্ষিণ ২৪ পরগণার বাসন্তী৷ সেখানে খুন হওয়া যুব তৃণমূল নেতা জিয়ারুল মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন৷ ঘুরে দেখেন ঘটনাস্থল৷ সব শেষে সাংবাদিক বৈঠক করে হিংসা নিয়ে কড়া বার্তা দিতেও শোনা যায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে৷ অন্যদিকে, এদিনই রাজ্যপালের বাসন্তী সফর নিয়ে খানিক বক্রোক্তি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে রাজ্যপালের প্রবল সমালোচনা করেন বিরোধী দলনেতা৷ এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গে ৩৫৫ ধারা লাগু করা নিয়েও জোড়াল সওয়াল করেন তিনি৷
আরও পড়ুন: ‘রক্তের হোলি খেলা বন্ধ হওয়া দরকার,’ হিংসা নিয়ে ফের কড়া কথা রাজ্যপালের, তুলোধনা করলেন কমিশনকেও
এদিন ধূপগুড়িতে পঞ্চায়েতের প্রচারসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু৷ সেখানেই তিনি রাজ্যপালের বাসন্তী যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘উনি যে উদ্যোগ নিয়েছেন তা ভাল। কিন্তু তাতে কোনও লাভ হবে না। শুধু ছবি তোলাই হবে। বাংলার আইন-শৃঙ্খলার যা পরিস্থিতি প্রতিদিন যেভাবে খুন, বোমা বিস্ফোরণ মানুষের প্রাণহানি হচ্ছে তাতে ওঁর অবিলম্বে ফ্লাইট বুক করে দিল্লিতে গিয়ে বাংলায় ৩৫৫ লাগুর ব্যাপারে কেন্দ্রকে বলা উচিত।’’
advertisement
advertisement
আরও পড়ুন: কেন্দ্র-কমিশন টানাপড়েনে অবশেষে ইতি! পঞ্চায়েতে থাকছে ৮২২ কোম্পানি বাহিনী-ই, রাজ্য আসছে কবে?
এর আগেও নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়োগ করা নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নিশানা করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, রাজীব সিনহা সম্পর্কে আরও খোঁজখবর নিয়ে নাম চূড়ান্ত করা উচিত ছিল রাজ্যপালের। কিন্তু তিনি তা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ রাজীব সিনহাকেই বেছে নেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
July 03, 2023 6:03 PM IST