West Bengal MLA: বিধায়কের একেবারে অন্য রূপ! স্কুলে ঢুকে পড়ুয়াদের সঙ্গে মিড ডি মিল খেলেন অশোক লাহিড়ী
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal MLA: পড়ুয়াদের সঙ্গে মিড ডে মিল খেলেন বিধায়ক, খোঁজ নিলেন নানা সমস্যার।
দক্ষিণ দিনাজপুর: প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চাদের রান্না করা মিড ডে মিল খেলেন বালুরঘাটের বিধায়ক ড: অশোক লাহিড়ী। প্রসঙ্গত, হিলি ব্লকের নওপাড়া নিম্ন বুনিয়াদি বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এই দিন বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রশ্ন জিজ্ঞাসা সহ খোঁজখবর নেন তিনি।
এরপরে তিনি ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের সঙ্গে একটি আলোচনা চক্রে অংশগ্রহণ করেন। সেখানেও বিভিন্ন বিষয় নিয়ে ও বিদ্যালয়ের সার্বিক উন্নতি নিয়ে আলাপ আলোচনা করা হয়।
advertisement
বিধায়ক ছাত্রছাত্রীদের জন্য তৈরি হওয়া মিড ডে মিল খেয়ে তার গুণগত মান দেখেন এবং পর্যবেক্ষক হিসাবে তার মন্তব্য ফুড কোয়ালিটি রেজিস্টারে নথিবদ্ধ করান। পাশাপাশি, স্কুলের ভিজিটরস বুকে ওনার অভিজ্ঞতা এবং মন্তব্য লেখেন।
advertisement
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এবং অভিভাবকারা বিদ্যালয়ের উন্নতিকল্পে ও পঠন-পাঠন ব্যবস্থাকে আরও ভাল করে তোলার জন্য বিধায়কের কাছে কিছু বিষয় তুলে ধরেন।
আরও খবর পড়তে ফলো করুন
বিধায়ক তাদেরকে আশ্বস্ত করেন যে তিনি তার ক্ষুদ্র প্রয়াসে সেই সমস্ত বিষয়গুলি সমাধান করার জন্য প্রচেষ্টারত থাকবেন বলে তাদের কথা দিলেন।
advertisement
— সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 22, 2023 4:12 PM IST










