Tea Labour protest: চা শ্রমিকদের জন্য সুখবর! বোনাসের জন্য মালিক পক্ষকে আবেদন রাজ্যের, কত শতাংশ বোনাস?

Last Updated:

Tea labour bonus: চা শ্রমিকদের বোনাসের জন্য মালিক পক্ষদের বিশেষ আবেদন করল রাজ্য সরকার। জানা গিয়েছে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ের চা বাগানগুলিতে মালিক পক্ষকে ১৬ শতাংশ করে বোনাস দেওয়ার আবেদন জানাল রাজ্য।

চা বাগানের জন্য বোনাসের আবেদন রাজ্যের।
চা বাগানের জন্য বোনাসের আবেদন রাজ্যের।
কলকাতা: চা শ্রমিকদের বোনাসের জন্য মালিক পক্ষদের বিশেষ আবেদন করল রাজ্য সরকার। জানা গিয়েছে দার্জিলিং, কার্শিয়াং এবং কালিম্পংয়ের চা বাগানগুলিতে মালিক পক্ষকে ১৬ শতাংশ করে বোনাস দেওয়ার আবেদন জানাল রাজ্য।
উৎসবের মরশুম, সামনেই পুজো, দীপাবলি, দশেরা-সহ নানা উৎসব রয়েছে। সেই উৎসবের আগেই সুখবর পেতে পারেন চা শ্রমিকরা। ২০২৩২৪ অর্থবর্ষের জন্য চা শ্রমিকদের বোনাস দেওয়ার আবেদন রাজ্যের তরফে করা হল বিভিন্ন মালিকপক্ষ সংগঠনগুলিকে। বিভিন্ন সময়ে চা বাগানের বোনাস বা বেতন নিয়ে অসন্তোষ দেখা যায় শ্রমিকদের মধ্যে। এই জন্যই রাজ্যের তরফে এই আবেদনের কথা জানানো হলো চাষ শ্রমিকদের বিভিন্ন ইউনিয়নদের।
advertisement
advertisement
বোনাসের পরিমাণ কত হবে তা-ও বলে দেওয়া হয়েছে রাজ্যের তরফে। রাজ্যের তরফে ১৬ শতাংশ বোনাস দেওয়ার জন্য চা বাগানের মালিকদের আবেদন বা এডভাইজারই দেওয়া হল। ৪ঠা অক্টোবর থেকে এই বোনাস দেওয়ার জন্য মালিক পক্ষকে আবেদন করেছে রাজ্য সরকার।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Tea Labour protest: চা শ্রমিকদের জন্য সুখবর! বোনাসের জন্য মালিক পক্ষকে আবেদন রাজ্যের, কত শতাংশ বোনাস?
Next Article
advertisement
Messi GOAT Tour Concert: মেসির সফর ঘিরে সন্দেহের ‘কালো মেঘ’- যত দ্রুত সম্ভব টিকিটের টাকা ফেরত দিতে আয়োজকদের নির্দেশ দিল কলকাতা পুলিশ
টিকিটের টাকা ফেরত দিতে নির্দেশ কলকাতা পুলিশের, মেসির অনুষ্ঠান ঘিরে সন্দেহের কালো মেঘ
  • এদিকে আরও নানা বিষয় নিয়ে উঠেছে প্রশ্ন৷ তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফুটবল মাঠে কখনই জলের বোতল নিয়ে মাঠে প্রবেশের অনুমতি থাকে না। আজকে কি করে মাঠে জলের বোতল নিয়ে ঢুকলেন দর্শকরা। মাঠের ভেতরে ৩০০ টাকা করে জলের বোতল বিক্রি হয়েছে বলে খবর। প্রথমে সেই বোতলই ছোড়া শুরু হয়।

VIEW MORE
advertisement
advertisement