WB Panchayat Election 2023: তৃণমূলের মতিউরকে মারতে ব্যবহার হয় চাকু, পিছন থেকে 'রক্তাক্ত' হামলা কংগ্রেসের!

Last Updated:

WB Panchayat Election 2023: নিহতের কাকিমা শাহানারা বিবি বৈষ্ণবনগরর ১৫৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মালদহ: মালদহে ভোটে হিংসার বলি আরও এক। চাকু মেরে খুন তৃণমূল কর্মী। মৃত মতিউর রহমান বৈষ্ণবনগরের বড়কামাত এলাকার বাসিন্দা। কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ। ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। পিছন থেকে চাকু মারার অভিযোগ।
নিহতের কাকিমা শাহানারা বিবি বৈষ্ণবনগরর ১৫৬ নম্বর বুথের তৃণমূল প্রার্থী। বৈষ্ণবনগরের কেবিএস প্রাথমিক স্কুল চত্বরের ঘটনা। অভিযোগ, বুথের কাছেই ঘিরে ধরে হামলা কংগ্রেস কর্মীদের। ভোট দিয়ে ফেরার মুখে কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসা হয় মতিউরের।
advertisement
advertisement
আরও পড়ুন: বুথের মেঝেতে পড়ে কাটা আঙুল! কার আঙুল? বাংলার ভোট-চিত্রে শুধুই রক্তের দাগ
এরপরেই হামলা বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আনা হয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরের সময় পথেই মৃত্যু। ঘটনায় জখম আরও বেশ কয়েকজন। জানা গিয়েছে এদিন সন্ধ্যাবেলায় ভোট কেন্দ্র থেকে ব্যালট বক্স লুট করার চেষ্টা করে, কংগ্রেসের কর্মী সমর্থকরা। সেই সময় বাধা দিতে যান তৃণমূলের কর্মী সমর্থকরা। অভিযোগ, সেই সময় মতিউর রহমানকে পিছন থেকে চাকু মারা হয়।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ ঘটনা! বিজেপি প্রার্থীর গায়ে এ কী ঢেলে দিল তৃণমূল! সঙ্গে সঙ্গে ছুটতে হল হাসপাতালে
ঘটনার স্থলে গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হতে থাকলে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলেও লাভ হয়নি। স্থানীয় পঞ্চায়েতে তাঁর কাকিমা এই বছর তৃণমূলের প্রার্থী। স্থানীয় বড় কামাত কেবিএস হাই স্কুলের ভোট কেন্দ্র। সেখানে এমন ঘটনা ঘটেছে। দিনভর নানা ঝামেলা চোখে পড়ল পঞ্চায়েত ভোটে। একের পর এক মৃত্যু। ভোটের বলি বহু।
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
WB Panchayat Election 2023: তৃণমূলের মতিউরকে মারতে ব্যবহার হয় চাকু, পিছন থেকে 'রক্তাক্ত' হামলা কংগ্রেসের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement