WB Panchayat Election 2023: ভয়াবহ ঘটনা! বিজেপি প্রার্থীর গায়ে এ কী ঢেলে দিল তৃণমূল! সঙ্গে সঙ্গে ছুটতে হল হাসপাতালে

Last Updated:

WB Panchayat Election 2023: সঙ্গে চলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। অভিযোগ এলাকার তৃণমূলের দিকে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পূর্বস্থলী: ২০২৩-এর পঞ্চায়েত ভোটের হিংসা যেন চিরকাল মনে রাখার মতো। ভোটের পরও অশান্তি অব্যাহত জেলায় জেলায়। ভোটের দিন বিষাক্ত তরল ঢেলে দেওয়া হয় বিজেপি প্রার্থীর গায়ে। সেই সঙ্গে চলে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। অভিযোগ এলাকার তৃণমূলের দিকে।
ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের বেলের হল্ট ৯৬ নম্বর বুথে। বিজেপি প্রার্থী পরিমল মিস্ত্রি ঘটনায় আক্রান্ত হন। ভোট শেষে বাড়ি ফেরার সময় তাঁকে তৃণমূলের কয়েকজন রাস্তায় আটকে মারধর করে বলে অভিযোগ। সেই সময় প্রার্থীর গায়ে কিছু বিষাক্ত তরল ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ। রাতেই পূর্বস্থলী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি প্রার্থী। থানায় অভিযোগ করবে বলে জানান তিনি।
advertisement
advertisement
আক্রান্ত বিজেপি প্রার্থী আক্রান্ত বিজেপি প্রার্থী
আরও পড়ুন: বুথের মেঝেতে পড়ে কাটা আঙুল! কার আঙুল? বাংলার ভোট-চিত্রে শুধুই রক্তের দাগ
শনিবার ভোটের দিনও রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনে একের পর এক মৃত্যু হয়েছে। আহত অসংখ্য মানুষ। রাজনৈতিক দলগুলির হিংসার শিকার গোটা নির্বাচন। অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনে খোয়া গিয়েছে আঙুল। আঙুল কেটে পড়ে রইল মেঝেতে। কিন্তু এই আঙুল কার, তার খোঁজ মিলল না দিনের শেষেও। আমডাঙার প্রভাকর কাটি ১৬৩ নম্বর বুথে ঘটল এমনই কাণ্ড। সকালে ভোট গ্রহণ শুরুর হওয়ার পর থেকেই বিভিন্ন সময় বিভিন্ন ভাবে উত্তপ্ত হয়ে ওঠে আমডাঙা।
advertisement
আরও পড়ুন: টাকা না দিলে ভোট হবে না! কীসের টাকা? বর্ধমানে বিরাট শোরগোল
একের পর এক বোমা পড়তে থাকে নির্বাচনশুরু হতেই। প্রায় ৭০ থেকে ৭৫টি বোমা পড়েছে বলে জানান ভোট কর্মীরা। শুধু তাই নয় শাসক-বিরোধী দুই দলের তরফেই বোমাবাজি এবং বুথে হামলা চালানো হয় বলেও অভিযোগ জানান ভোট কর্মীরা। এমন পরিস্থিতির মধ্যে পড়েই কোনও রকমে লুকিয়ে প্রাণ বাঁচিয়েছেন ভোট কর্মীরা। এই পরিস্থিতিতে ভোট করানো সম্ভব নয় তাঁদের পক্ষে বলেও জানানো হয়।
advertisement
বনোয়ারিলাল চৌধুরী
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
WB Panchayat Election 2023: ভয়াবহ ঘটনা! বিজেপি প্রার্থীর গায়ে এ কী ঢেলে দিল তৃণমূল! সঙ্গে সঙ্গে ছুটতে হল হাসপাতালে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement