Siliguri News: কাজ কেমন চলছে, কি কি সমস্যা! দেখতে দার্জিলিংয়ে গ্রাউন্ড জিরোয় বনমন্ত্রী, যা যা করলেন

Last Updated:

গ্রাউন্ড জিরো থেকে বনকর্মীদের কাজের অভিজ্ঞতা জানলেন খোদ বনমন্ত্রী

+
বনমন্ত্রী

বনমন্ত্রী বিরবাহা হাঁসদা

দার্জিলিং: পাহাড় সফরে বনমন্ত্রী, ঘুরে বেড়ালেন হাই অলটিউডে অবস্থিত সান্দাকফু থেকে সিঙ্গালিলা জাতীয় উদ্যান, দেখলেন রেড পান্ডা প্রজনন কেন্দ্র। তারপরেই সোজা দার্জিলিং চিড়িয়াখানায়। ইতিমধ্যেই রেড পান্ডা প্রজননে এবং চিড়িয়াখানাগুলির মান বৃদ্ধির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। এডুকেশনাল ট্যুরিজম হাব তৈরি করতে চালু হয়েছে বায়ো ব্যাংকিং এবং স্কেলটন মিউজিয়াম। এই সমস্ত ক্ষেত্রে গবেষণায় আরও উন্নতিকরণের লক্ষ্যে জোর দিতে আগামীদিনে বড় পদক্ষেপ।
এরপরেই কার্শিয়াং বনবিভাগ ও কার্শিয়াং বন বিভাগের অধীন মহানন্দা অভয়ারণ্য পরিদর্শন করেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। পাঁচদিনের পাহাড় সফরে রয়েছেন বনমন্ত্রী। সান্দাকফু, সিঙ্গালিলা অভয়ারণ্য, তোপকেদাড়া রেডপান্ডা প্রজনন কেন্দ্র, দার্জিলিং চিড়িয়াখানা ও মহানন্দা অঅভয়ারণ্য পরিদর্শন করেন বনমন্ত্রী। রাজ্যের প্রথম কোন বনমন্ত্রী সিঙ্গালিলা অভয়ারণ্য ও সান্দাকফু পরিদর্শন করলেন।
advertisement
advertisement
বন দফতর ও রাজ্য জু অথরিটি সূত্রে জানা গিয়েছে, দার্জিলিং চিড়িয়াখানার অ্যাকোয়ারিয়াম মেরামতের জন্য প্রায় ১০ লক্ষ টাকা, মাল্টিপারপাস হলের মেরামত ও সংস্কারের জন্য ১১ লক্ষ টাকা, সিঙ্গালিলা অভয়ারণ্যে গৈরীবাসে রেড পান্ডা প্রজনন কেন্দ্রর ফেন্সিং বৃদ্ধি ও মেরামতের জন্য ১৪ লক্ষ ২২ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বায়ো ব্যাংকিং, গবেষণাগার ও মিউজিয়ামে ভিন রাজ্যের পাশাপাশি বিদেশি সংস্থা যাতে গবেষণার সুযোগ পায় সেই উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা বলেন, “আমার পাহাড়ের বনবিভাগ, প্রজনন কেন্দ্র ও অভয়ারণ্য পরিদর্শনের কারণই হল সেইসব এলাকায় বন কর্মীরা কাজের সময় কি কি ধরণের সমস্যার সম্মুখীন হচ্ছেন তা খতিয়ে দেখা। একদম গোড়ায় গিয়ে অভাব সমস্যা খতিয়ে দেখেছি। কোন মাধ্যম নয়। সরাসরি তাদের সঙ্গে কথা বলেছি। বেশ কিছু প্রস্তাব পেয়েছি৷ সেসব খতিয়ে দেখব।”
advertisement
বনকর্মীদের কাজে বেজায় খুশি বনমন্ত্রী। একাধিক প্রস্তাব পেয়ে আগামীদিনে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে আগামীদিনে সেগুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই পরিদর্শন।
সুজয় ঘোষ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: কাজ কেমন চলছে, কি কি সমস্যা! দেখতে দার্জিলিংয়ে গ্রাউন্ড জিরোয় বনমন্ত্রী, যা যা করলেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement