Water Problem: ‘অবাক জলপান’ বোধহয় একেই বলে, ৫ কোটি টাকা খরচ, কিন্তু গোটা গ্রাম জল খেল মাত্র একবার!

Last Updated:
+
পানীয়

পানীয় জলের প্রবল সমস্যা

জলপাইগুড়ি: ৫ কোটি টাকা ব্যয়ে মাত্র একবার পানীয় জল পেল এই গ্রামের বাসিন্দারা! তারপর আর মেলেনি পানীয় জল। দীর্ঘ ৭ বছর কেটে গেলেও মেটেনি পানীয় জলের সমস্যা। পানীয় জলের অভাবে হাহাকার করেই দিন কাটছে এদের। ঠিক এমনই করুণ অবস্থা জলপাইগুড়ি সংলগ্ন দক্ষিণ বেরুবারী অঞ্চলে।
৫ কোটি টাকা ব্যয়ে সরকারের তরফে জলের রিজার্ভার বানানো হলেও, সেই রিজার্ভার থেকে জল মিলেছে মাত্র একবার। এখন পাতকুয়োর জলই ভরসা। স্থানীয়দের কথায়,পানীয় জল সংকট মেটানোর জন্য ৫ কোটি টাকা ব্যয় হয়নি বরং সেই পাঁচ কোটি টাকা জলেই গিয়েছে। তারপর আর ফিরেও তাকায় নি কেউ।ভোট আসে ভোট যায়, জলের পিপাসা আর মেটে না এই সীমান্ত গ্রামের।
advertisement
advertisement
জল প্রকল্পে জমিদাতা আজ পরিযায়ী শ্রমিক। জলপাইগুড়ি লোকসভা আসনের অন্তর্গত দক্ষিণ বেরুবাড়ী অঞ্চল, যে গ্রামে শেষ হয় দেশের ভৌগলিক সীমানা। ওপারে রয়েছে বাংলাদেশ। স্বাধীনতার সময় থেকেই বহু বার সংবাদের শিরোনামে উঠে এসেছে এই সীমান্তবর্তী গ্রামটি। কখনও ছিট মহল আবার কখনও অ্যাডভার্স ল্যান্ড বিতর্ককে ঘিরে বারবার হয়েছে শোরগোল । তবে এবারের কাহিনী আশপাশের পাঁচটি গ্রাম পঞ্চায়েত মিলিয়ে বসবাসকারী প্রায় ছয় হাজার মানুষের তৃষ্ণা নিবারণের।
advertisement
গত বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ উন্নয়ন বোর্ড এর পক্ষ থেকে গ্রামবাসীদের দীর্ঘ দিনের করা পানীয় জলের দাবি মেটাতে উদ্যোগী হয়।দীর্ঘ দিনের জলকষ্ট মেটানোর কাজ শুরু হবে শুনেই এগিয়ে আসেন গ্রামের মেয়ে বাবলি দাস দে। জমি দান করেন জল প্রকল্পের জন্য। সেই থেকেই অপেক্ষা বিশুদ্ধ পানীয় জলে পিপাসা মেটানোর পাশপাশি, সরকারী চুক্তি অনুযায়ী জমি দাতা হিসেবে পরিবারের এক সদস্যের চাকরি পাওয়ার। যদিও সে সবই এখনও বিশ বাও জলে। জীবিকার টানে নিজের ভাই আজ পরিযায়ী শ্রমিক। অপরদিকে, সীমান্ত গ্রাম দক্ষিণ বেরুবাড়ি অঞ্চলে নির্মিত নীল সাদা রঙের জলাধারটির সামনে দাঁড়িয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে এলাকার বাসিন্দা লোকমান মণ্ডলের সাফ কথা, উন্নয়ন দাঁড়িয়ে আছে চোখের সামনে।
advertisement
Surajit Dey
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Water Problem: ‘অবাক জলপান’ বোধহয় একেই বলে, ৫ কোটি টাকা খরচ, কিন্তু গোটা গ্রাম জল খেল মাত্র একবার!
Next Article
advertisement
Naushad Siddiqui Replies to Abhishek Banerjee: '৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব দিলেন নওশাদ! দক্ষিণ চব্বিশ পরগণা নিয়েও তৃণমূলকে হুঁশিয়ারি
'৩১-এ ৩১ দিবাস্বপ্ন', ভাঙড় নিয়ে অভিষেককে জবাব নওশাদের!দক্ষিণ ২৪ পরগণা নিয়েও হুঁশিয়ারি
  • ভাঙড়ে জিততে মরিয়া অভিষেক৷

  • দক্ষিণ চব্বিশ পরগণায় ৩১-এ ৩১ করার টার্গেট৷

  • তৃণমূল শীর্ষ নেতাকে জবাব দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি৷

VIEW MORE
advertisement
advertisement