KKR Mistakes: দুরন্ত ম্যাচে রুদ্ধশ্বাস জয়, কিন্তু শাহরুখের দল যে ভুলগুলি আর করতে চাইবেন না
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
KKR Mistakes: যে ভুলগুলি কেকেআর আর করতে চাইবে না, না হলে বড় বিপদ দাঁড়িয়ে থাকবে, রোজ ম্যাজিকাল স্পেল হয় না!
advertisement
advertisement
অধিনায়ক হিসেবে শ্রেয়সকে আরও বেশি দায়িত্ববান হতে হবে ক্রিকেটার হিসেবে৷ একে চোট -আঘাতের সমস্যা, তারওপর গত মরশুমে কেকেআরের জার্সিতে খেলতেই পাননি শ্রেয়স আইয়ার৷ এই মুহূ্র্তে নিজের রোয়াবের কারণে বিসিসিআইয়ের কন্ট্র্যাক্ট থেকে জায়গা হারিয়েছেন৷ এই আইপিএল ফের একবার জাতীয় দলে ঢোকার জন্য তাঁর বড় চাবিকাঠি হতে পারে৷ তাই ব্যাটার -স্কিপার হিসেবেে তাঁকে বাড়তি দায়িত্ব নিতে হবে৷
advertisement
এরপরের ভুল মিচেল স্টার্কের বোলিং৷ কেকেআরের দামীতম ক্রিকেটার এদিন ৪ ওভারে ১৩.২৫ গড়ে ৫৩ রান দেন৷ তিনি শুধু কেকেআর দ্বিতীয় এক্সপেনসিভ বোলার৷ অজি এই ক্রিকেটারকে এদিন একটিও উইকেটও নিতে পারেননি৷ এবারের আইপিএলে কেকেআরে বোলিং ইউনিটের অন্যতম বড় বাজি তিনি আর সেটাই বুঝতে হবে এই অজি ক্রিকেটারকে৷ Photo- AP
advertisement
advertisement
advertisement