South Dinajpur News: অবশেষে বেতন বাড়ল...! তবে কত টাকা? জানলে চমকে যাবেন
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Susmita Goswami
Last Updated:
South Dinajpur News: দীর্ঘ আন্দোলনের পর অবশেষে পারিশ্রমিক বাড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বিড়ি শ্রমিকদের।
দক্ষিণ দিনাজপুর: দীর্ঘ আন্দোলনের পর অবশেষে পারিশ্রমিক বাড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বিড়ি শ্রমিকদের। বিড়ি শ্রমিকদের মজুরি নিয়ে বারবার আলোচনা হলেও আশাপ্রদ কোনও ফল মিলছিল না। নভেম্বর মাস থেকেই বর্ধিত পারিশ্রমিক পাবেন বিড়ি শ্রমিকরা। এনিয়ে শ্রম দফতর, বিড়ি মালিক ও শ্রমিক ইউনিয়নের যৌথ বৈঠক হয়। সেখানেই বিড়ি শ্রমিকদের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।
বর্ধিত পারিশ্রমিকের বিষয়টি মেনে নেয় মালিক পক্ষ। এর ফলে মজুরি ২২ টাকা বাড়ল। পারিশ্রমিক বাড়ায় খুশির হওয়া বিড়ি শ্রমিকদের মহল্লায়। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুরে ৭০-৮০টি বিড়ি কোম্পানি রয়েছে। বিড়ি তৈরির কাজে প্রত্যক্ষভাবে যুক্ত প্রায় ৩০ থেকে ৩৫ হাজার মানুষ। পরোক্ষভাবে জড়িত আরও ৭০-৭৫ হাজার।
advertisement
advertisement
রাজ্যের একাধিক জেলায় বিড়ি শ্রমিকের পারিশ্রমিক বাড়লেও দক্ষিণ দিনাজপুরে দীর্ঘদিন ধরেই সেই ১৫২ টাকায় মজুরি আটকে ছিল। এ বিষয়ে জয়েন্ট লেবার কমিশনার গোপাল বিশ্বাস জানান, “চতুর্থতম বৈঠক শেষে মালিক ও ইউনিয়নের সঙ্গে বৈঠকের পর শ্রমিকদের মজুরি বাড়ানোর সিদ্ধান্ত হয়। সর্বসম্মতিক্রমে বিড়ি শ্রমিকদের পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
১লা নভেম্বর থেকে বর্ধিত পারিশ্রমিক পাবেন বিড়ি শ্রমিকরা।” জানা গেছে, ২০২২ সাল থেকে এক হাজার বিড়ি বাঁধলে ১৫২ টাকা দেওয়া হতো। এখনও একই পারিশ্রমিক দেওয়া হচ্ছিল। সব কিছুর দাম বাড়লেও বাড়ছিল না বিড়ি শ্রমিকদের পারিশ্রমিক। এ নিয়ে লাগাতার আন্দোলনে নামে জেলার বিড়ি শ্রমিক ইউনিয়ন।
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2024 6:16 PM IST
