Viral Video: মেলায় খোলা পোশাকে মেয়েদের চটুল নাচ! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল মালদহে!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
Viral Video: ভাইরাল ভিডিও নিয়ে মালদহ জুড়ে শোরগোল! কী আছে সেই ভিডিওতে দেখে নিন!
মালদহ: শরীরে স্বল্প পোশাক, আবার কখন বিকিনি পড়েই মঞ্চে উদ্যাম নাচ মহিলাদের। রাত বাড়ার সঙ্গে সঙ্গে নাচের ভঙ্গির সঙ্গে পোশাকের বদল। একের পর এক মহিলা চটুল নাচে অংশগ্রহণ করেই চলেছে। মঞ্চ ঘিরে দর্শকদের ঠাসা ভিড়। মঞ্চে মহিলাদের সঙ্গে নাচের তালে অনেকেই উদ্যাম নেচে চলেছে। কোন সিনেমায় নয়, বাস্তবেই এমন চটুল নাচ দেখা গেল মালদহের হরিশচন্দ্রপুরে। এই চটুল নাচের ভিডিও ইতিমধ্যে ভাইরাল বিভিন্ন সোশ্যাল মাধ্যমে। যা নিয়ে রীতিমত শুরু হয়েছে বিতর্ক।এই ধরনের নাচের আসর বসার অনুমতি কি ভাবে মিলল, নাকি কোন অনুমতিই নেওয়া হয়নি এই নিয়েও শুরু হয়েছে চর্চা। পুলিশ প্রশাসনের ভুমিকা নিয়েও উঠছে নানান প্রশ্ন।
স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা সাহেব দাস বলেন, এই ধরণের নাচ জুয়ার আসর এলাকার পরিবেশ নষ্ট করছে। মেলার দায়িত্বে যারা রয়েছে তাদের এমন উদ্যোগ। এই ধরণের কালচার আগে এই এলাকায় ছিল না।আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। স্থানীয় কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের বোর্ড এই মেলার আয়োজন করেছে।
রাতভর চটুল নাচের সঙ্গে রমরমিয়ে চলল জুয়ার ঠেক।হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গোল গ্রামে কালীপুজো উপলক্ষে একটি মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় বসানো হয়েছে চটুল নাচের আসর সঙ্গে জুয়া। রাত হতেই মঞ্চে চলছে গানের আসর। পাশাপাশি জুয়ার আসর স্থানীয়দের অভিযোগ, টাকার বিনিময়ে এইসব বেআইনি আসর চলার অনুমতি মিলেছে। সারা রাত চলছে চটুল নাচের আসর।
advertisement
advertisement
হিন্দি গানে মঞ্চের মধ্যে স্বল্পবসনা নর্তকীর উদ্দাম নৃত্যের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর সঙ্গে প্রকাশ্যে জুয়ার আসরে চলার অভিযোগ উঠেছে। প্রকাশ্যে চলল জুয়ার আসর। এদিকে এই চটুল নাচের আসর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। স্থানীয় কংগ্রেস নেতা আব্দুস শোভান বলেন, এই ধরনের মেলার আয়োজন কংগ্রেস করে না। তৃণমূলেরাই এই ধরনের মেলার আয়োজন করছে। স্থানীয় তৃণমূল নেতাদেরই হাত রয়েছে এই মেলার পিছনে।
advertisement
চটুল নাচের সঙ্গে মেলায় জুয়ার আসর বসানোয় এলাকার সাধারণ মানুষেরা মেলায় যেতে পারছেন না। মেলার পরিবেশ একেবারে অশ্লীল। দূর দূরান্তের মানুষের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে রাত বৃদ্ধির সঙ্গে। মেলার পরিবেশ নিয়েও নানান প্রশ্ন তুলছেন এলাকার সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে এই ধরনের চটুল নাচের আসরের সঙ্গে জুয়া বন্ধ করার দাবি তুলেছেন এলাকার সাধারণ মানুষ। যদিও এই মেলার আয়োজন নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চোর চর্চা।
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 17, 2023 3:41 PM IST