Largest brinjal in West Bengal: রাজ্যের সবচেয়ে বড় বেগুন, একটার ওজন দু কিলো! দেখলে চমকে যাবেন, কত দাম জানেন?
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Largest brinjal in West Bengal: ভাজা হোক কিংবা পোড়া সব কিছুতেই ফাটাফাটি পেল্লাই সাইজের বিঘোরের বেগুন। অন্যান্য বেগুন যেখানে ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হয় এই পেল্লাই সাইজের বেগুন।
উত্তর দিনাজপুর: ভাজা হোক কিংবা পোড়া সব কিছুতেই ফাটাফাটি পেল্লাই সাইজের বিঘোরের বেগুন। অন্যান্য বেগুন যেখানে ১৫ থেকে ২০ টাকা কেজিতে বিক্রি হয় এই পেল্লাই সাইজের বেগুন। এই বছর বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে।
শীতকাল মানেই রায়গঞ্জের বিখ্যাত বিঘোরের বেগুন। এই বিঘোরের বেগুনের অতুলনীয় স্বাদ। স্বাদে-গন্ধে অতুলনীয় বিঘোরের বেগুন চাষীদের জীবন-জীবিকার অন্যতম ভরসা।
advertisement
রায়গঞ্জ ব্লকের বিঘোর, ভিটিকাটিহার, দুপদুয়ার, ছিট মহারাজপুর এলাকার গ্রামে বিঘোরের বেগুন চাষ হয়ে থাকে। এক-একটা বেগুন এক কিলো থেকে দু’কিলো ওজনের হয় ৷ শুধু জেলা নয়, উত্তরবঙ্গ ছাড়িয়ে আজ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সমাদরে গৃহীত হয়েছে এই বেগুন। বর্তমানে উত্তর দিনাজপুরের ৮ থেকে ১০ টি গ্রামে এই প্রজাতির বেগুন চাষ হয়।
advertisement
জানা গিয়েছে, বিঘা প্রতি গড়ে এই বেগুন চাষ করে ৭০/৮০ হাজার টাকা লাভ হবে। শীতকালে মূলত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাস পর্যন্ত এই বেগুন পাওয়া যায়। তাই বিঘোরের বেগুন ছাড়া শীত যেন ঠিক জমে না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2025 9:12 PM IST
