Malda News: ডাক্তারের চেম্বারের সামনেই তীব্র প্রসব যন্ত্রণা! দেবদূতের মতো এগিয়ে এলেন চিকিৎসক, টোটোর মধ্যে সন্তানের জন্ম দিলেন মহিলা
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
Malda News: ফিল্মি কায়দায় টোটোর মধ্যে কাপড় জড়িয়ে সন্তান প্রসব করেন ওই প্রসূতি। রাস্তাতেই চিকিৎসক শিশুটিকে পরীক্ষা করেন। বর্তমানে মা ও শিশু দু'জনেই সুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পরিবারের সদস্যেরা।
advertisement
মালদহ শহরের সিংগাতলা এলাকায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, মালদহের জাহাজ ফিল্ড এলাকার বাসিন্দা পূজা রাজবংশী। প্রসব যন্ত্রণা নিয়ে এদিন টোটোয় করে শহরের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাচ্ছিলেন তিনি। সেই সময় যন্ত্রণা তীব্রতর হয়ে ওঠে। এরপর চিকিৎসকের চেম্বারের কাছে পৌঁছতেই টোটোর মধ্যে গর্ভ থেকে বেরিয়ে আসে সন্তান।
advertisement
advertisement
স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেব চন্দন রায় জানান, মালদহ শহরের জাহাজ ফিল্ড এলাকার এক প্রসূতি মহিলা প্রসব যন্ত্রণা নিয়ে তাঁর কাছে আসছিলেন। হঠাৎ জানতে পারেন চেম্বারের সামনে ওই প্রসূতির তীব্র প্রসব যন্ত্রণা উঠেছে। এই অবস্থায় রাস্তাতেই ওই গর্ভবতীর প্রসব করান। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা। বর্তমানে মা ও সন্তান দু'জনেই সুস্থ আছেন।
advertisement
