Viral Drink: ‘মোহাব্বতের’ টানে ছুটে আসছে প্রেমিক-প্রেমিকারা! ভালবাসার সপ্তাহে কী খেতে ভিড় জমাচ্ছে সবাই?
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Viral Drink: অসাধারণ সুস্বাদু এই শরবত কিন্তু কোচবিহারে আগে পাওয়া যেত না। দুধ, রোজ সিরাপ এবং তরমুজ দিয়ে তৈরি করা হচ্ছে এই সুস্বাদু শরবত।
কোচবিহার: কোচবিহার জেলার এক জুসের দোকান। আর সেই জুসের দোকান বর্তমান সময়ে নতুন করে ব্যাপক ভাইরাল এক বিশেষ পানীয়ের জন্য। ভালবাসার সপ্তাহে ইতিমধ্যেই প্রেমিক-প্রেমিকাদের প্রেম জমে উঠেছে। এরমধ্যেই কোচবিহার জেলায় একেবারে নতুন এক শরবত সকলের মন জয় করতে। অসাধারণ সুস্বাদু এই শরবত কিন্তু কোচবিহারে আগে পাওয়া যেত না। দুধ, রোজ সিরাপ এবং তরমুজ দিয়ে তৈরি করা হচ্ছে এই সুস্বাদু শরবত। এই শরবতের স্বাদ নিতে সকাল থেকে সন্ধ্যা ভিড় করছেন বহু মানুষ।
দোকানের কর্ণধার ইকরাম হক জানান, “তাঁর এই দোকানে দীর্ঘ সময় ধরে বহু ধরনের পানীয় তিনি বিক্রি করেন। তবে ভালবাসার সপ্তাহ উপলক্ষ্যে এই শরবত তিনি শুরু করেছেন নতুন করে। প্রথম দিন একেবারে ফ্রিতে দেওয়া হয়েছিল এই শরবতটি সকলকে। তবে বর্তমান সময়ে এই শরবতের গ্লাস প্রতি দাম রয়েছে ৪০ টাকা।
advertisement
advertisement
এই শরবত যতটা সুস্বাদু, যেকোনও মানুষ এই শরবতের প্রেমে পড়ে যাবে। তাইতো এই শরবতের নাম ‘মোহাব্বতে শরবত’। এই ধরনের শরবত রাজ্যের বাইরে দিল্লিতে পাওয়া যায়। তবে কোচবিহারে এই শরবতের প্রচলন ছিল না। তাই তিনি এত সুস্বাদু একটি শরবতকে সকলের সামনে নিয়ে এসেছেন।”
তিনি আরও জানান, “এছাড়া এই শরবতের মধ্যে কোনও অস্বাস্থ্যকর কিছু ব্যবহার করা হচ্ছে না। যা ব্যবহার করা হচ্ছে সবই খাঁটি জিনিস। ফলে এই শরবতের পুষ্টিগুণ রয়েছে অনেকটাই বেশি। তাইতো এই শরবত ছোট থেকে বড় যেকোনও বয়সে মানুষ খেতে পারবে।
advertisement
তবে এই ভালবাসার সপ্তাহে বিশেষ এই শরবত জেলার বুকে ব্যাপক ভাইরাল। ছোট থেকে বড় সকল বয়সীরাই স্বাদ নিতে আসছেন এই শরবতের। বিশেষত প্রেমিক-প্রেমিকারা বিকেল হলেই আসছেন এই শরবতের টানে।
advertisement
যদিও জেলার একাধিক ঠান্ডা পানীয়ের দোকান রয়েছে। তবে এই শরবত আগে কোথাও পাওয়া যেত না। তাই নতুন ধরনের এই শরবত বেশ অনেকটা আকর্ষণ করছে ক্রেতাদের। ঠান্ডার শেষ ও গরমের শুরু থেকেই এই শরবতের চাহিদা বেড়ে উঠছে ক্রমশ।
Sarthak Pandit
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2025 10:37 PM IST
