Viral Combo Offer: মাত্র ৬০ টাকা মূল্যের কম্বো অফার! এত সুন্দর সুস্বাদু খাবার কোথায় মিলছে জানেন?

Last Updated:

Viral Combo Offer: দোকানের কর্ণধার শুভঙ্কর বর্মন জানান, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক কম দামে ভাল মানের খাবার দেওয়া হয়।

+
পোলাও

পোলাও এবং মাংসের কম্বো অফার

কোচবিহার: জেলা কোচবিহারে সন্ধ্যে নামলেই একাধিক খাবারের দোকান বসে রাস্তায়। যেখানে ভিড় জমান বহু মানুষ। তবে এবার এমনই এক খাবারের দোকান নিয়ে এল এক আকর্ষনীয় অফার। যেই অফারে মাত্র ৬০ টাকা প্রতি প্লেট মূল্যে পাওয়া যাচ্ছে পোলাও আর মাংস। যা ইতিমধ্যেই বহু মানুষের পছন্দ হতে শুরু করেছে। কোচবিহারের স্টেশন চৌপথি সংলগ্ন এলাকায় এই দোকান ইতিমধ্যেই অনেকটা ভাইরাল হয়ে উঠেছে লোকের মুখে মুখে। দূর-দূরান্ত থেকে বহু মানুষ এসে এই অফারে সুস্বাদু এই কম্বো কিনে নিয়ে যাচ্ছেন।
দোকানের কর্ণধার শুভঙ্কর বর্মন জানান, কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক কম দামে ভাল মানের খাবার দেওয়া হয়। তাও আবার কম্বো অফারে। তাই তিনি এবার কোচবিহারের মানুষদের জন্য এই ধরনের কম দামে ভাল মানের খাবারের কম্বো অফার নিয়ে এসেছেন। ইতিমধ্যেই যা সকলের দারুণ পছন্দ হতে শুরু করেছে। তাঁর দোকানে মাত্র ৬০ টাকা প্রতি প্লেট মূল্যে পাওয়া কাছে পোলাও এর চিকেন কষা।  এছাড়া ৯০ টাকা প্রতি প্লেট মূল্যে থাকছে পোলাও আর মটন কষা। বহু মানুষ আসছেন এই দুই সুস্বাদু কম্বো খোঁজে।
advertisement
advertisement
দোকানের এক গ্রাহক দীপঙ্কর সরকার জানান,  এই দোকানে খাবার অনেকটাই সুস্বাদু। আর ছোট থেকে বড় সকলের জন্যই ভাল। খুব একটা বেশি তেল কিংবা মশলা দেওয়া হচ্ছে না। বাড়ির রান্নার মতন স্বাদ পাওয়া যাচ্ছে একেবারে। এক প্লেট একজন মানুষের জন্য একেবারে পেট ভর্তি হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তাইতো সন্ধ্যে নামলেই বহু মানুষ আসছেন এই দোকানে এই কম্বো অফারের খোঁজে। কেউ এখানে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে। আবার কেউ বাড়িতে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে এই দোকান ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে বহু মানুষের মধ্যে।
advertisement
প্রতিদিন প্রচুর পরিমাণে ভিড় জমছে এই দোকানে খাবারের কম্বো অফারের খোঁজে। জেলার মানুষের পাশাপশি বাইরের ও বহু মানুষ আসছেন এই কম্বো অফারের স্বাদ নিতে। এই দোকানের সুস্বাদু এই কম্বো খাবার বেশ অনেকটা ভাল মানের বলেই জানাচ্ছেন ক্রেতারা। আগামীদিনে দোকানের কর্নধার আরোও কিছু অফার নিয়ে আসুক সকলের জন্য এটাই প্রত্যাশা প্রত্যেক গ্রাহকের।
advertisement
—- Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Combo Offer: মাত্র ৬০ টাকা মূল্যের কম্বো অফার! এত সুন্দর সুস্বাদু খাবার কোথায় মিলছে জানেন?
Next Article
advertisement
Bidhannagar Rail Station: এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মুহূর্তের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
এক মৃত্যু দেখতে গিয়ে আর এক মৃত্যু! কয়েক মিনিটের ব্যবধানে বিধাননগর স্টেশনে জোড়া দুর্ঘটনা
  • বিধাননগর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা৷

  • ট্রেন থেকে পড়ে মৃত্যু যাত্রীর৷

  • কী হয়েছে দেখতে গিয়ে মৃত আরও ১৷

VIEW MORE
advertisement
advertisement