Singer: গান তো অনেকই গায়, কিন্তু মালদহের এই যুবক যা গান, পেয়ে গেলেন ওয়ার্ল্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ড! শুনেছেন?

Last Updated:

Singer: অভিষেকের কন্ঠে জাদু! ৯০ গায়কের মিমিক্রি, পেলেন ওয়ার্ল্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ড।

+
অভিষেক

অভিষেক সাহা ফাইল চিত্র

মালদহ: অভিনব ট্যালেন্ট মালদহের যুবকের গলায়।‌ এক জন দুই জন গায়ক নয়, ৯০ জনেরও বেশি গায়কের গলার স্বর অনুকরণ করতে পারেন মালদহের অভিষেক সাহা। ইতিমধ্যে তাঁর মিমিক্রি সাড়া ফেলেছে বিভিন্ন ক্ষেত্রে। শুধুমাত্র গায়কদের গলার স্বর মিমিক্রি নয়, বিভিন্ন জীবজন্তু থেকে যানবাহনের আওয়াজ করতে পারেন। মিলেছে একাধিক সন্মানও। সম্প্রতি একটি সংস্থার পক্ষ থেকে ওয়াল্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ড সন্মান দেওয়া হয়েছে অভিষেক সাহাকে। এই প্রথম নয়, তাঁর এমন প্রতিভার জন্য এর আগেও একাধিক সন্মান পেয়েছেন।
মালদহ শহরের পিঁয়াজিমোড়ের বাসিন্দা অভিষেক সাহা। পেশায় তিনি বেসরকারি সংস্থার কর্মী। স্কুল কলেজে পড়ার সময় ছোটবেলা মিমিক্রি করতেন। তারপর মাঝে সমস্ত কিছু ছেড়ে দিয়েছিলেন। গত প্রায় দেড় বছর ধরে আবার শুরু করেন মিমিক্রি। মূলত তিনি ভারতীয় বিভিন্ন সংগীত শিল্পীদের গলার স্বর অনুকরণ করতে পারেন। এছাড়াও অভিনেতাদেরও গলার স্বর মিমিক্রি করে থাকেন।
advertisement
advertisement
ভারতীয় প্রায় ৯০ জনেরও বেশি সংগীত শিল্পীর গলার স্বর তিনি মিমিক্রি করছেন বর্তমানে। এছাড়াও বিভিন্ন জীবজন্তু যানবাহন শহর নানান শব্দের মিমিক্রি করে থাকেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ সোশ্যাল মাধ্যমেও তার মিমিক্রির ব্যাপক প্রচলন রয়েছে। একাধিক মিমিক্রি সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে। তার এমন প্রতিভার জন্য জাতীয় রাজ্য স্তরে একাধিক সম্মান পেয়েছেন তিনি। এর আগে মোট পাঁচটি সম্মানে ভূষিত হয়েছেন। এবার তার এমন প্রতিভার জন্য আন্তর্জাতিক স্তরের সম্মান অর্জন করলেন। এমন সম্মান পেয়ে তিনি খুশি। অভিষেক সাহা বলেন, এর আগেও আমি একাধিক সম্মান পেয়েছি। এই সম্মান আন্তর্জাতিক স্তরের। আমি ৯০ জনের বেশি গায়কের গলার স্বর নিমিত্রি করতে পারি। এছাড়াও বিভিন্ন জীব জন্তু যানবাহনের মিমিক্রি করে থাকি।
advertisement
সমাজের প্রতিটি শ্রেণীর মানুষ যেন মিমিক্রি বোঝে সকলের মধ্যে যেন এই মিমিক্রি ছড়িয়ে পড়ে সে প্রচেষ্টায় তিনি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি মিমিক্রিয়ের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তিনি বিনোদন ছড়িয়ে দিতে চান।
—- হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Singer: গান তো অনেকই গায়, কিন্তু মালদহের এই যুবক যা গান, পেয়ে গেলেন ওয়ার্ল্ড ট্যালেন্ট অ্যাওয়ার্ড! শুনেছেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement