Malda News: সাইকেলেই অযোধ্যার রাম মন্দির রওনা মালদহের ২ যুবকের, বিশেষ বার্তা থাকবে যাত্রায়
- Published by:Sayani Rana
- hyperlocal
- Reported by:HARASHIT SINGHA
Last Updated:
রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকতে মালদহ থেকে সাইকেল নিয়ে অযোধ্যার উদ্দেশ্য রওনা দিলেন দুই যুবক। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই মালদহের দুই যুবকের এমন পরিকল্পনা।
মালদহ: রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত থাকতে মালদহ থেকে সাইকেল নিয়ে অযোধ্যার উদ্দেশ্য রওনা দিলেন দুই যুবক। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতেই মালদহের দুই যুবকের এমন পরিকল্পনা। শুধুমাত্র রাম মন্দির উদ্বোধন দেখা উদ্দেশ্য নয় সঙ্গে নেশা মুক্ত সমাজ গড়তে এই সাইকেল যাত্রা। মালদহের মনস্কামনা মন্দিরে পুজো দিয়ে উত্তরপ্রদেশের অযোধ্যায় উদ্দেশ্য রওয়না দেন দুই যুবক রবি বিশ্বকর্মা ও অভিজিৎ বাসফোর।
রবি বিশ্বকর্মা বলেন, “মালদহের সমস্ত যুবকদের হয়ে আমরা দুজন এই যাত্রা শুরু করছি। সাইকেল যাত্রায় আমাদের রাম মন্দিরের উদ্বোধন যেমন উদ্দেশ্য পাশাপাশি নেশা মুক্ত সমাজ গড়ার বার্তা দিতেই এমন পরিকল্পনা।”
advertisement
মালদহ থেকে অযোধ্যা প্রায় সাড়ে ৮০০ কিলোমিটার পথ। আগামী ২০ জানুয়ারির মধ্যে অযোধ্যায় পৌঁছনোর লক্ষ্যমাত্রা নিয়েছেন দুই যুবক। প্রতিদিন গড়ে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত সাইকেল চালানোর লক্ষ্যমাত্রা এই দুই যুবকের। যাত্রা শুরুর সময় তাঁদের শুভেচ্ছা জানাতে হাজির হন প্রচুর সাধারণ মানুষ।
advertisement
মালদহ থেকে ডালখোলা, বিহারের পূর্ণিয়া, দাঁড়ভাঙ্গা হয়ে উত্তরপ্রদেশের গোরখপুর হয়ে তাঁরা দু’জনে পৌঁছবেন অযোধ্যায়। রামের ছবি আঁকা পতাকার পাশাপাশি সাইকেলে রয়েছে ভারতের জাতীয় পতাকাও। অভিজিৎ বাসফোর বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হচ্ছে আমাদের। তাই এই ঐতিহাসিক মুহূর্তে সেখানে উপস্থিত থাকতে সাইকেল নিয়ে যাত্রা শুরু করছি।”
advertisement
মালদহ থেকে অযোধ্যা যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তারা মাদক বিরোধী সমাজ গড়ার সচেতনাত ও করবেন। নেশা মুক্ত সমাজ গড়াও তাদের লক্ষ্য। তাই তারা বিভিন্ন জায়গায় এই বিষয়ে সচেতনতা শিবিরও করবেন সাধারণ মানুষকে পথে বোঝাবেন।
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 03, 2024 8:56 PM IST