Accident News: বৃষ্টির মধ্যেই মোটরসাইকেলে ফিরছিলেন তিন বন্ধু, মুহূর্তের ভুলে সব শেষ! বাগডোগরায় মৃত ২
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:BISWAJIT MISRA
Last Updated:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ৷ আহত যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷
একসঙ্গে বাড়ি ফিরছিলেন তিন বন্ধু৷ কিন্তু গভীর রাতে মোটরসাইকেলে ঝুঁকির যাত্রাই ডেকে আনল চরম বিপদ৷ গাড়ির সঙ্গে সংঘর্ষে একসঙ্গে মৃত্যু হল দুই বন্ধুর৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও একজন৷
রবিবার গভীর রাতে এই মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে বাগডোগরার গঙ্গারাম চা বাগানের কাছে৷ কলকাতা থেকে শিলিগুড়িগামী ৩১ নম্বর জাতীয় সড়কের উপরে একটি গাড়ির সঙ্গেসংঘর্ষ হয় মোটরসাইকেলটির৷
পুলিশ সূত্রে খবর, তিন যুবক একটি মোটরসাইকেলে চড়ে গভীর রাতে বাড়ি ফিরছিলেন৷ সেই সময় বৃষ্টিও পড়ছিল৷ সম্ভবত অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি গাড়ির পিছনে গিয়ে ধাক্কা মারে৷ এর ফলে ঘটনাস্থলেই দু জনের মৃত্যু হয়৷ গুরুতর আহত হন আরও একজন৷
advertisement
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ৷ আহত যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ মৃত দুই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ জানা গিয়েছে মৃত দুই যুবকের নাম বাদল মুন্ডা এবং অমন মুন্ডা৷ তাঁরা মুনি চা বাগানের বাসিবন্দা ছিলেন৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 10:04 AM IST