Two Friends Drown: গরম থেকে স্বস্তি পেতে স্নানের জন্য নদীতে নেমেছিল দুই বন্ধু...তারপর শুধুই কান্না!

Last Updated:

Two Friends Drown: দেবাশিস মণ্ডল (২২) ও নবকুমার মণ্ডল (২২) নামে ওই দুই যুবক নিখোঁজ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই নদীতে তল্লাশি শুরু হয়

নদীর পাড়ে ভিড়
নদীর পাড়ে ভিড়
মালদহ: তীব্র গরমের দুপুরে একটু স্বস্তির খোঁজে দুই বন্ধু মিলে নদীতে স্নান করতে নেমেছিলেন। কিন্তু তাতেই ঘটল সর্বনাশ। নদীতে সাঁতার কাটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎই নিখোঁজ হয়ে গেল দুই বন্ধু। বিষয়টি লক্ষ্য করেন সেই সময় নদীর পাড়ে উপস্থিত অনান্যরা। ঘটনাটি ইংরেজবাজারের।
দেবাশিস মণ্ডল (২২) ও নবকুমার মণ্ডল (২২) নামে ওই দুই যুবক নিখোঁজ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই নদীতে তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়। খবর পেয়ে ছুটে আসেন আশেপাশের এলাকার বাসিন্দারাও। নদীর দুই তীরে প্রচুর মানুষের ভিড় জমে যায়। অবশেষে স্থানীয়রা নদী থেকে এক বন্ধুর দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবাশিস মণ্ডলের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু নবকুমার মণ্ডলের সন্ধান এখনও পাওয়া যায়নি।
advertisement
advertisement
এই ঘটনার কান্নায় ভেঙে পড়েছে দুই যুবকেরই পরিবার। সোমবার দুপুর নাগাদ মালদহের ইংরেজবাজার ব্লকের মহদীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ভাগীরথী নদীতে ঘটনাটি ঘটে। ওই দুই যুবকেরই বাড়ি কালিয়াচক থানার রামনগর গ্রামে বলে জানা গিয়েছে। হঠাৎ দুই তরতাজা যুবকের এমন পরিণতিতে ভীত বাকিরা। প্রত্যক্ষদর্শীদের মতে সাবধানতার অভাবেই এই অবস্থা ঘটেছে। অপর নিখোঁজ যুবকের সন্ধানে এখনও তল্লাশি অভিযান চলছে।
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Two Friends Drown: গরম থেকে স্বস্তি পেতে স্নানের জন্য নদীতে নেমেছিল দুই বন্ধু...তারপর শুধুই কান্না!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement