Alipurduar News: বয়স ৮৪ পেরলেই মেতে ওঠেন এই উৎসবে! কী কী করতে হয়? জানলে মাথা ঘুরে যাবে

Last Updated:

Alipurduar News: জন্মদিন বাড়ি না বিয়ে বাড়ি দূর থেকে দেখলে বোঝা দায়। তবে সামনে এসে যারা ত্রিনাথ বাবুর চুরাশি বছরের জন্মদিন পালন হতে দেখেছেন তারা এক অনন্য দৃশ্যের সাক্ষী হতে পেরেছেন।

+
জন্মদিনে

জন্মদিনে ত্রিনাথ নেপাল

আলিপুরদুয়ার: চুরাশি বছরে যিনি পদার্পন করেছেন তিনি এক হাজারটির বেশি পূর্ণিমা দেখেছেন জীবনে। গোর্খা সম্প্রদায়ের মানুষের কাছে তিনি দেবতুল্য। চুরাশি বছরের জন্মদিন তাই বিশেষভাবে পালিত হয় গোর্খা সম্প্রদায়ের মানুষের কাছে। এই উৎসব চূড়াশিয়া উৎসব নামে পরিচিত। ভুটান সীমান্ত দলসিংপাড়া এলাকার বাসিন্দা ত্রিনাথ নেপাল।
তিনি এবছর চুরাশি বছর বয়সে পদার্পন করেছেন। এই খুশি সকলের সঙ্গে ভাগ করে নেন শর্মা পরিবার। জন্মদিনের দিন করা হয় এলাহি আয়োজন। জন্মদিন বাড়ি না বিয়ে বাড়ি দূর থেকে দেখলে বোঝা দায়। তবে সামনে এসে যারা ত্রিনাথ বাবুর চুরাশি বছরের জন্মদিন পালন হতে দেখেছেন তারা এক অনন্য দৃশ্যের সাক্ষী হতে পেরেছেন।
advertisement
advertisement
চুরাশি বছরের এই জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন ত্রিনাথ বাবু। ভাল ও খারাপ স্মৃতি যেন জন্মদিনের দিন তাকে নিয়ে গিয়েছিল স্মৃতির স্মরণীতে। তার ওপর জন্মদিনের এমন আয়োজন দেখে আবেগতাড়িত হয়ে পড়েন ত্রিনাথ বাবু।
advertisement
তাঁর দুই ছেলে ভানু ও বিধান শর্মা রীতিমতো নতুন কাপড়ে মা, বাবা তৈরি করিয়ে কাঁধে চাপিয়ে নিয়ে আসেন মূল অনুষ্ঠানের স্থানে। এরপর স্বামী-স্ত্রীর পা ধুইয়ে দিয়ে পুজো করেন সকলেই। দূর্বার মালা পড়ানো হয় ত্রিনাথ বাবুকে। পাশাপাশি গোর্খা সম্প্রদায়ের মানুষেরা এক এক করে টিকা পড়ান ত্রিনাথ বাবুকে এবং শুভ কামনা জানান। এই বিষয়ে ত্রিনাথ বাবুর ছেলে ভানু শর্মা জানান, “খুব খুশি আমরা বাবার জন্মদিন পালন করতে পেরে। আমাদের সঙ্গ গ্রামবাসীরা দিয়েছেন।বাবা ভীষণ খুশি হয়েছেন।”
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Alipurduar News: বয়স ৮৪ পেরলেই মেতে ওঠেন এই উৎসবে! কী কী করতে হয়? জানলে মাথা ঘুরে যাবে
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement