Cooch Behar News: হঠাৎ বিকট আওয়াজ! দুমড়ে মুচড়ে গেল দুটি গাড়ি, মুহূর্তে বদলে গেল পরিস্থিতি

Last Updated:

বেসরকারি বাস ও বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ দিনহাটার কলেজ পাড়া এলাকায়। আশঙ্কাজনক দুই গাড়ির চালক।

বেসরকারি বাস ও বলেরোর মুখোমুখি সংঘর্ষ!
বেসরকারি বাস ও বলেরোর মুখোমুখি সংঘর্ষ!
দিনহাটা: কোচবিহার জেলার দিনহাটায় পথ দুর্ঘটনা। মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কলেজ পাড়া এলাকায়। ঘটনায় দুই গাড়ির চালক গুরুতর জখম হয়েছেন। ভয়ানক এই পথ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা। বাস ও বোলেরো গাড়ির দুর্ঘটনায় আহত যাত্রীদের প্রাথমিক অবস্থায় দ্রুত দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: এবারের দীপাবলি গ্রিন বাজির! বাজার ছেয়েছে পরিবেশবান্ধব আতশবাজিতে
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিনহাটা থেকে একটি বেসরকারি যাত্রীবাহী বাস কোচবিহারের দিকে যাচ্ছিল, সেই মুহূর্তে কোচবিহার থেকে দিনহাটা আসছিল একটি বোলেরো গাড়ি। আচমকাই দুই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে যায়। এই ঘটনায় গুরুতর আহত হন দুই গাড়ির বেশ কয়েকজন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। এছাড়াও ঘটনাস্থলে এসে পৌঁছয় দিনহাটা দমকল বাহিনীর কর্মীরা। সকলে মিলে আহতদের উদ্ধারকাজে হাত লাগানো হয়। দ্রুত বোলেরো গাড়ি এবং বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
advertisement
আরও পড়ুন: রক্তে ভেসে যাচ্ছে শরীর, জঙ্গলের রাস্তায় মিলল যুবকের নিথর দেহ,পাশে ‘ওটা’ কার ছাপ?
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় দুই গাড়ির চালকের অবস্থা আশঙ্কাজনক। তবে ছোট গাড়ির চালকের অবস্থা বেশি আশঙ্কাজনক হওয়ার কারণে তাঁকে কোচবিহারে স্থানাস্তরির করা হয়েছে। দুর্ঘটনা স্থলে যানজট এড়াতে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ নজরদারি রয়েছে।
advertisement
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Cooch Behar News: হঠাৎ বিকট আওয়াজ! দুমড়ে মুচড়ে গেল দুটি গাড়ি, মুহূর্তে বদলে গেল পরিস্থিতি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement