Unnatural Death: রক্তে ভেসে যাচ্ছে শরীর, জঙ্গলের রাস্তায় মিলল নিথর দেহ, পাশে 'ওটা' কার ছাপ? যুবকের রহস্যমৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা!
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:ANNANYA DEY
Last Updated:
Unnatural Death: রাতের বেলায় জঙ্গলের রাস্তায় বিপদ।হ্যামিল্টনগঞ্জের জঙ্গল থেকে মিলল এক যুবকের দেহ।তাঁর দেহের পাশেই মিলেছে হাতির পায়ের ছাপ।
আলিপুরদুয়ার: রাতের বেলায় জঙ্গলের রাস্তায় বিপদ। হ্যামিল্টনগঞ্জের জঙ্গল থেকে মিলল এক যুবকের দেহ। তাঁর দেহের পাশেই মিলেছে হাতির পায়ের ছাপ। মনে করা হচ্ছে হাতির হানাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের।হ্যামিল্টনগঞ্জ এলাকায় বনদফতরের পানা রেঞ্জ সংলগ্ন ঝোপ থেকে যুবকের দেহটি উদ্ধার হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিন স্থানীয়রা প্রথমে ঝোপে এক যুবককে পড়ে থাকতে দেখেন। তারা এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক। এরপর খবর দেওয়া হয় বনদফতর ও পুলিশে। ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা ও কালচিনি থানার পুলিশ পৌঁছায়।কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
advertisement
advertisement
কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানিয়েছেন, ‘সম্ভবত হাতির হানায় যুবকের মৃত্যু হতে পারে। যুবকের নাম পরিচয় জানা যায়নি। আমরা তদন্ত চালাচ্ছি। যুবকের বাড়ি কালচিনি ও তার আশেপাশে হবে।’
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।পুলিশের অনুমান যুবকের বয়স ২২ বছরের মত। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি রাতে ঘটেছে বলে মনে করা হচ্ছে। রাতের বেলায় জঙ্গল এলাকায় যুবকরা কেন ঘুরছে। তার জন্য টহল চলবে এলাকায়। বনদফতরের তরফেও সকলকে জানানো হয়েছে, রাত হলে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য ওই রাস্তাটি ব্যবহার না করতে।
advertisement
Annanya Dey
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 01, 2023 6:05 PM IST
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Unnatural Death: রক্তে ভেসে যাচ্ছে শরীর, জঙ্গলের রাস্তায় মিলল নিথর দেহ, পাশে 'ওটা' কার ছাপ? যুবকের রহস্যমৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা!