Unnatural Death: রক্তে ভেসে যাচ্ছে শরীর, জঙ্গলের রাস্তায় মিলল নিথর দেহ, পাশে 'ওটা' কার ছাপ? যুবকের রহস্যমৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা!

Last Updated:

Unnatural Death: রাতের বেলায় জঙ্গলের রাস্তায় বিপদ।হ‍্যামিল্টনগঞ্জের জঙ্গল থেকে মিলল এক যুবকের দেহ।তাঁর দেহের পাশেই মিলেছে হাতির পায়ের ছাপ।

হ‍্যামিল্টনগঞ্জ জঙ্গল
হ‍্যামিল্টনগঞ্জ জঙ্গল
আলিপুরদুয়ার: রাতের বেলায় জঙ্গলের রাস্তায় বিপদ। হ‍্যামিল্টনগঞ্জের জঙ্গল থেকে মিলল এক যুবকের দেহ। তাঁর দেহের পাশেই মিলেছে হাতির পায়ের ছাপ। মনে করা হচ্ছে হাতির হানাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের।হ‍্যামিল্টনগঞ্জ এলাকায় বনদফতরের পানা রেঞ্জ সংলগ্ন ঝোপ থেকে যুবকের দেহটি উদ্ধার হয়। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এদিন স্থানীয়রা প্রথমে ঝোপে এক যুবককে পড়ে থাকতে দেখেন। তারা এগিয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ওই যুবক। এরপর খবর দেওয়া হয় বনদফতর ও পুলিশে। ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা ও কালচিনি থানার পুলিশ পৌঁছায়।কালচিনি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
advertisement
advertisement
কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা জানিয়েছেন, ‘সম্ভবত হাতির হানায় যুবকের মৃত্যু হতে পারে। যুবকের নাম পরিচয় জানা যায়নি। আমরা তদন্ত চালাচ্ছি। যুবকের বাড়ি কালচিনি ও তার আশেপাশে হবে।’
পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন‍্য পাঠিয়েছে।পুলিশের অনুমান যুবকের বয়স ২২ বছরের মত। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি রাতে ঘটেছে বলে মনে করা হচ্ছে। রাতের বেলায় জঙ্গল এলাকায় যুবকরা কেন ঘুরছে। তার জন‍্য টহল চলবে এলাকায়। বনদফতরের তরফেও সকলকে জানানো হয়েছে, রাত হলে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন‍্য ওই রাস্তাটি ব‍্যবহার না করতে।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/
Unnatural Death: রক্তে ভেসে যাচ্ছে শরীর, জঙ্গলের রাস্তায় মিলল নিথর দেহ, পাশে 'ওটা' কার ছাপ? যুবকের রহস্যমৃত্যুতে বাড়ছে ধোঁয়াশা!
Next Article
advertisement
Nipah Virus Scare: নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
নিপা নিয়ে আশঙ্কা, আট শয্যার ওয়ার্ড প্রস্তুত রাখা হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে!
  • নিপা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য নিজেদের প্রস্তুত রাখছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল। ইতিমধ্যেই নিপা ভাইরাসের উপসর্গ রয়েছে এমন একজন রোগী ভর্তি হয়েছেন এই হাসপাতালে। এরপর আরও রোগী এলে তাঁদের চিকিৎসার জন্য পরিকাঠামো তৈরি রাখা হচ্ছে বলে হাসপাতাল সূত্রে খবর মিলেছে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement