Green Firecrackers: এবারের দীপাবলি গ্রিন বাজির! বাজার ছেয়েছে পরিবেশবান্ধব আতশবাজিতে

Last Updated:

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরিবেশবান্ধব গ্রিন বাজি বিক্রি শুরু করেছেন বিক্রেতারা। এবার কালীপুজোর আগে এই গ্রিন বাজির‌ই চাহিদা বেশি

+
পরিবেশবান্ধব

পরিবেশবান্ধব বাজি

কোচবিহার: সুপ্রিম কোর্টের নির্দেশে পরিবেশবান্ধব গ্রিন বাজি ছাড়া অন্য কোন‌ও বাজি পোড়ানো বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ‌। এই নিয়ম ভাঙলেই কড়া শাস্তি অপেক্ষা করছে। আর তাই এবার কালীপুজোর আগে বাজার ছেয়ে গিয়েছে গ্রিন বাজিতে। তবে বাজারে যে একেবারেই পুরনো পরিবেশের পক্ষে ক্ষতিকারক আতশবাজি বিক্রি হচ্ছে না এমনটা নয়। এখন প্রশ্ন হল চিনবেন কীভাবে কোনটা পরিবেশবান্ধব গ্রিন বাজি আর কোনটা পরিবেশবান্ধব নয়?
কয়েকটি বিষয় লক্ষ্য করলেই গ্রিন বাজিকে সহজেই চিনে ফেলা সম্ভব। এই বাজির প্যাকেটের গায়ে পরিবেশবান্ধব বাজির ট্যাগ বা স্টিকার ও কিউআর কোড দেওয়া থাকছে। এই কিউআর কোড মোবাইল ফোন দিয়ে স্ক্যান করলেই দেখা যাবে যে এটি আদৌ পরিবেশবান্ধব আতসবাজি কিনা।
advertisement
advertisement
কোচবিহার শহরের আতসবাজি বিক্রেতা বিশ্বজিৎ বণিক জানান, এই স্টিকারের সিম্বলটি মূলত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বাজিগুলিতে ব্যবহৃত রাসায়নিক দ্রব্যের তারতম্য ঘটিয়ে এগুলিকে পরিবেশবান্ধবে রূপান্তরিত করা হচ্ছে। প্যাকেটের গায়ে থাকা কিউআর কোড স্ক্যান করলেই বাজিতে ব্যবহৃত সমস্ত রাসায়নিক দ্রব্যের সম্পর্কে জেনে যাবেন। সরকারি নির্দেশে তাঁরা বেআইনি বাজি বিক্রি করবেন না বলে জানিয়েছেন ওই বিক্রেতা। বাচ্চাদের মন আকর্ষণ করার জন্য পরিবেশবান্ধব বাজির মধ্যে রয়েছে রসুন বাজি বা পপ পপ। এছাড়াও আছে কিটক্যাট বাজি, বাটার ফ্লাই, টর্চ লাইট, ঝিলমিল তারাবাতি ইত্যাদি।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Green Firecrackers: এবারের দীপাবলি গ্রিন বাজির! বাজার ছেয়েছে পরিবেশবান্ধব আতশবাজিতে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement