Darjeeling News: দার্জিলিং ঘুরতে যাচ্ছেন, অবশ্যই ঘুরে আসুন এই হাট! যা পাবেন অন্য কোথাও মিলবে না

Last Updated:

দার্জিলিংয়ের বুকে এই হাট যেন মেলায় পরিণত হয়।

+
গোর্খা

গোর্খা হাট, দার্জিলিং

দার্জিলিং: শৈলরানী দার্জিলিংয়ের বুকে এ যেন হাট নয় ঐতিহ্যবাহী এক মিলন মেলা। উত্তরবঙ্গে ঘোরার কথা হলেই শীর্ষস্থানে জায়গা করে নেয় পাহাড়ের রানী দার্জিলিং। চারিদিকে সবুজ চা বাগান ঘন জঙ্গল বরফের চাদরে মোড়া কাঞ্চনজঙ্ঘা বরাবরই মনমুগ্ধ করে সকলের। এই জায়গা যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনই এই জায়গায় রয়েছে বিভিন্ন ভাষাভাষীর মানুষের বাস। বর্তমানে সকলেরই ইচ্ছা হয় বিভিন্ন জনজাতির ঐতিহ্যবাহী খাবার পোশাক আশাক এবং তাদের জীবনযাপন সম্পর্কে জানতে। সেই অর্থেই বরাবরই পাহাড়ের জীবনযাত্রা তাদের ঐতিহ্য আচার-আচরণ বরাবরই মন মুগ্ধ করে পাড়ে ঘুরতে আসা পর্যটকদের।
শৈল শহর দার্জিলিং এর বুকে এক ঐতিহ্যবাহী হাট যা গোর্খা হাট নামে পরিচিত। প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবারে দার্জিলিংয়ের এমপি রোডে এই হাট বসে। তবে এটি হাট না মেলা তা চোখে না দেখলে বিশ্বাস হবে না। এই মেলা জুড়ে রয়েছে সারি সারি দোকান যেখানে মিলছে পাহাড়ের নেপালি জনজাতির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের পাশাপাশি তাদের হাতে চাষ করা শাক-সবজি থেকে শুরু করে তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস। শুধু স্থানীয় বাসিন্দাই নয় গোর্খা জনজাতির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের স্বাদ নিতে এবং এই হাট ঘুরে দেখতে ছুটে পাশে দেশ-বিদেশের পর্যটকেরাও। এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা আসিস থাপা বলেন, “বহু যুগ আগে এই হাট গুন্দ্রি বাজার নামে পরিচিত ছিল। যেখানে স্থানীয়দের চাষ করা শাকসবজি থেকে তাদের হাতে তৈরি বিভিন্ন জিনিস এবং নেপালি জাতির ঐতিহ্যবাহী খাবার পাওয়া যেত। তবে ধীরে ধীরে সেটি বিলুপ্ত হয়ে গেলেও সেই ঐতিহ্যকে ধরে রাখতেই বর্তমানে শৈল শহর দার্জিলিংয়ের বুকে এই গোর্খা হাট। বর্তমানে হাট যেন মেলায় পরিণত হয়েছে, পর্যটক থেকে স্থানীয় বাসিন্দা সকলেই দারুণ আনন্দ করে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
অন্যদিকে এই প্রসঙ্গে পুষ্পা থাপা জানান, “নেপালি জনজাতির ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার যেমন ঢেরো, সেল রুটি থেকে শুরু করে বিভিন্ন খাবার পাওয়া যায় এবং সকলেই এই হাটে এসে খুব আনন্দ করে।”
advertisement
শীতের ছুটিতে আপনি যদি দার্জিলিং যাওয়ার প্ল্যান করে থাকেন তাহলে স্থানীয় জনজাতির ঐতিহ্য তাদের খাবার দাবার সম্পর্কে জানতে হলে অবশ্যই যেতে হবে এই গোর্খা হাটে। স্থানীয়দের হাতের তৈরি নেপালি জনজাতির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার থেকে শুরু করে তাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস মনমুগ্ধ করবে আপনার।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: দার্জিলিং ঘুরতে যাচ্ছেন, অবশ্যই ঘুরে আসুন এই হাট! যা পাবেন অন্য কোথাও মিলবে না
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement