Tourist Died in Darjeeling: কার্শিয়ংয়ের হোমস্টের ছাদ থেকে পড়ে মৃ*ত্যু সপ্তনীলের, CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দৃশ্য! জেরার মুখে ৫ বন্ধু
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Partha Pratim Sarkar
Last Updated:
Tourist Died in Darjeeling: কার্শিয়ংয়ের ডাউহিলে বেড়াতে এসে ছাদ থেকে পড়ে মৃ*ত্যু এক পর্যটকের। মৃ*তের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়। তিনি হাওড়ার বাসিন্দা।
কার্শিয়ং: কার্শিয়ংয়ের ডাউহিলে বেড়াতে এসে ছাদ থেকে পড়ে মৃত্যু এক পর্যটকের। মৃতের নাম সপ্তনীল চট্টোপাধ্যায়। তিনি হাওড়ার বাসিন্দা। মৃতদেহ কার্শিয়ং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তদন্তে কার্শিয়ং থানার পুলিশ।
রবিবার কাশিয়াংয়ের হোমস্টের ছাদ থেকে পড়ে ছাত্রের রহস্যমৃত্যু হয়েছে। কীভাবে ছাদ থেকে পড়ে গেলেন সপ্তনীল, তা এখনও ধোঁয়াশাপূর্ণ। মৃত ছাত্রের পরিবার সূত্রে খবর, কলকাতায় হেরিটেজ কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতেন। বাগনানের সামতার বাসিন্দা সপ্তনীল চট্টোপাধ্যায়।
আরও পড়ুন: মাধ্যমিক পাশ করা থাকলেই রাজ্যের বেকাররা পাবেন যুবশ্রীর ১৫০০ টাকা, কীভাবে ও কতদিন আবেদন করা যায়? এক ক্লিকে জানুন
মৃতের মায়ের দাবি, সোমবার ভোরে ৫টা নাগাদ বন্ধুর ফোন আসে যে, সপ্তনীলের দুর্ঘটনা ঘটেছে আপনারা তাড়াতাড়ি আসুন। মায়ের দাবি কার্শিয়ংয়ে গিয়েছে ছেলে তাঁর বাড়ির লোক জানতই না। মৃতের পরিবারের দাবি, কীভাবে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখা হোক।
advertisement
advertisement

দেহ নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে
আরও পড়ুন: বিনোদনের দুনিয়ায় পা রাখলেন অবিকল এক শাহরুখ! ট্রেলারেই বাবার মতো মন জিতে নিলেন আরিয়ান, দেখুন ভিডিও
“৬ জন এসেছিল। তার মধ্যে ৪ জন বান্ধবী এবং ২ জন বন্ধু রয়েছে। জলপাইগুড়িতে দু’দিন ছিল। তারপর ডাউহিলে আসে। ভোর ৫টা ২০ মিনিটের ঘটনা। সিসিটিভিতে দেখা যাচ্ছে ওই পড়ুয়া পড়ে যাচ্ছে। যাঁরা সঙ্গে ছিল, তাঁদের জেরা করা হয়েছে। এখনও কোনও অভিযোগ জমা পড়েনি।” জানালেন দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায়।
advertisement
সন্তু মালিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 5:04 PM IST