Aryan Khan: দেখো-দেখো, ওহ কওন আয়া...বিনোদনের দুনিয়ায় পা রাখলেন অবিকল এক শাহরুখ! ট্রেলারেই বাবার মতো মন জিতে নিলেন আরিয়ান, দেখুন ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Aryan Khan: শাহরুখ খানের কার্বন কপি বললে খুব একটা ভুল হবে না। বিনোদনের দুনিয়ায় পা রাখলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। আর আসন্ন নেটফ্লিক্স সিরিজের প্রথম ঝলকেই ভক্তদের একেবারে পাগল করে দিলেন বলা যায়।
কলকাতা: শাহরুখ খানের কার্বন কপি বললে খুব একটা ভুল হবে না। বিনোদনের দুনিয়ায় পা রাখলেন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। আর আসন্ন নেটফ্লিক্স সিরিজের প্রথম ঝলকেই ভক্তদের একেবারে পাগল করে দিলেন বলা যায়। ২৪ ঘণ্টায় প্রায় ১ মিলিয়ন ভিউজ পেয়েছে ভিডিওটির ফার্স্ট লুক।
১ মিনিট ২৬ সেকেন্ডের ফার্স্ট লুকের ভিডিওতে প্রথমেই নজর কেড়েছে আরিয়ানের লুক। ভক্তদের দাবি, হুবহু যেন শাহরুখ খানকেই দেখা যাচ্ছে। ভিডিওর প্রথমেই আরিয়ান খানের কণ্ঠে শাহরুখের ছবি ‘মহব্বতে’র সংলাপ ‘এক লড়কি থি দিওয়ানি সি’। এই দেখেই অনুরাগীদের মনে পড়ে গিয়েছে শাহরুখের কথা।
advertisement
advertisement
এই সংলাপ বলতে বলতেই নিজের সিরিজের প্রধান অভিনেতা লক্ষ্য লালওয়ানি ও সাহের বাম্বার সঙ্গে পরিচয় করিয়ে দেন শাহরুখ। তবে গড়পরতা বলিউডি সিরিজ থেকে নাকি এটি সম্পূর্ণ অন্য রকম। এমনই ইঙ্গিত দিয়েছেন আরিয়ান। বার বার তাঁর মুখে শোনা গিয়েছে, ‘বাড়াবাড়ি রয়েছে’।
আরও পড়ুন: ইচ্ছে থাকলে মানুষ সব পারে! প্রমাণ দিলেন জাল টেনে মাছ ধরা কাঁথির যাদব, আজ তিনি IIT-র প্রফেসর
শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ ‘The Bads of Bollywood’-এর প্রথম ঝলক প্রকাশিত হয়েছে। ঝলকটি একেবারে সিনেম্যাটিক, রোম্যান্স, অ্যাকশন আর গ্ল্যামারে ভরপুর। শুধু অভিনয়ই নয় এই সিরিজের চিত্রনাট্য ও পরিচালনাও করেছেন আরিয়ান নিজে। এই সিরিজে আরিয়ান খান ছাড়াও অভিনয় করছেন ববি দেওল, সাহের সাম্বা, লক্ষ্য, মণীশ চৌধুরী, গৌতমী কাপুর প্রমুখ। গৌরী খান প্রযোজিত, আরিয়ান পরিচালিত ও অভিনীত এই সিরিজটির নেটফ্লিক্সে চলতি বছরের শেষে স্ট্রিমিং শুরু হবে। যদিও তার দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 18, 2025 3:29 PM IST