Viral Toto Driver: পা টোটোর হ্যান্ডেলে, হাতে দোতারা, মুখে বাঁশি! ভাইরাল টোটো কাকুর ভিডিও চমকে দেবে

Last Updated:

Viral Toto Driver: জানান, প্রায় আড়াই বছর ধরে তাঁরা এই টোটোতে যাতায়াত করেন। পা দিয়ে টোটো চালানো নিয়ে কখনও ভয় পায় না যাত্রীরা। বরং তাঁরা এই অভিনব টোটো ভ্রমণকে উপভোগ করেন।

+
পা

পা দিয়ে টোটো চালিয়ে ভাইরাল

উত্তর দিনাজপুর: পা দিয়ে টোটো ও হাত দিয়ে বাঁশি বাজিয়ে যাত্রীদের সফরে আনন্দ দেন বাঁশিওয়ালা টোটো কাকু ওরফে চিত্ত সিং। পেশায় টোটো চালক চিত্ত সিং। যাত্রীদের কাছে তিনি বাঁশিওয়ালা কাকু নামে বেশ জনপ্রিয়। তাঁর বিশেষত্ব হল হাতে বাঁশি আর পা দিয়েই যাত্রী ঠাসা টোটো নিয়ন্ত্রণ করতে জানেন চিত্ত বাবু। আর সেই বাঁশি দিয়ে মানুষের পছন্দ মতো ভিন্ন ভিন্ন সুর তোলেন চিত্ত সিং। শুধু বাঁশি নয় দোতারা দিয়েও টোটোতে বসেই তিনি বিভিন্ন ধরনের সুর তোলেন।
সকলে চিত্ত বাবুর টোটোর এই অসাধারণ সফর করতে করতে বেশ উপভোগও করেন। আর এই ভাবেই কেটে যায় জীবন। চিত্ত বাবু জানান, পা দিয়ে টোটো চালিয়ে তিনি অনেক দূর পর্যন্ত পৌঁছে যান। কখনও ঝুঁকি মনে হয় না। এইভাবে তিনি প্রায় কয়েক বছর ধরে মানুষকে বিনোদন দিয়ে চলছেন। তিনি জানালেন মনে অনেক ব্যথা। সেই কষ্ট লাঘব করতে বাঁশি একমাত্র ভরসা।
advertisement
advertisement
আক্ষেপের সুরেই চিত্ত বাবু বললেন, ”বাঁশির জন্যই বেঁচে আছি, আমি একা, আমায় কে দেখবে ভগবান ছাড়া?” রোজ ভোর সাড়ে তিনটের সময় উঠে টোটো নিয়ে বেরিয়ে পড়েন তিনি। বাড়ি থেকে বাঁশি বাজাতে বাজাতে চলেন গন্তব্যে। আলো-আঁধারি আকাশ, গ্রামের মেঠো পথ। তার মাঝে বাঁশির সুরের মূর্ছনা। এ যেন এক অনন্য অনুভূতি। তার বাসির সুরে ঘুম ভাঙে গ্রামের মানুষের। তাঁর বাঁশির আওয়াজ শুনতে অনেকেই টোটোয় চাপেন।
advertisement
গ্রামবাসীরা জানান, প্রায় আড়াই বছর ধরে তাঁরা এই টোটোতে যাতায়াত করেন। পা দিয়ে টোটো চালানো নিয়ে কখনও ভয় পায় না যাত্রীরা। বরং তাঁরা এই অভিনব টোটো ভ্রমণকে উপভোগ করেন। এমন টোটো চালানো দেখে হতবাক অন্যান্য টোটো চালকও। তাঁরাও চিত্তবাবুর বাঁশি সুর শুনে বিভোর। সত্যিই চিত্ত সিংহের এই কর্মকাণ্ড তাঁকে আর পাঁচ জনের থেকে অনেকটা আলাদা করে তুলছে।
advertisement
পিয়া গুপ্তা
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Viral Toto Driver: পা টোটোর হ্যান্ডেলে, হাতে দোতারা, মুখে বাঁশি! ভাইরাল টোটো কাকুর ভিডিও চমকে দেবে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement