Mosquito Repellent Plants: বিনামূল্যে মশা তাড়ান! বাড়িতে রাখুন এই ৫টি ভেষজ উদ্ভিদ, ভুলেও ঢুকবে না মশা, বলছেন বিশেষজ্ঞ

Last Updated:
Mosquito Repellent Plants: প্রতিটি ভেষজ উদ্ভিদের ভেষজ গুণ আলাদা। ভেষজ গুণগুলি জেনে এবং বুঝে উদ্ভিদের সঠিক ব্যবহার করলে সাধারণ রোগ জ্বালা খুব সহজেই নিরাময় করা সম্ভব এবং সাশ্রয়ও হবে বলে জানিয়েছেন তিনি।
1/7
মশার জ্বালায় জর্জরিত বাঁকুড়া জেলা। ডেঙ্গির প্রকোপও প্রতি বছরের মতো এ বছরও জোরালো ছিল। তবে জানেন কি আপনার বাড়িতে যদি সহজলভ্য চারটি-পাঁচটি ভেষজ গাছ রাখেন, তাহলে অনায়েসেই দূর হবে মশা। গাছের সুগন্ধে ভরে উঠবে গোটা ঘর। (রিপোর্টার- নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
মশার জ্বালায় জর্জরিত বাঁকুড়া জেলা। ডেঙ্গির প্রকোপও প্রতি বছরের মতো এ বছরও জোরালো ছিল। তবে জানেন কি আপনার বাড়িতে যদি সহজলভ্য চারটি-পাঁচটি ভেষজ গাছ রাখেন, তাহলে অনায়েসেই দূর হবে মশা। গাছের সুগন্ধে ভরে উঠবে গোটা ঘর। (রিপোর্টার- নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়)
advertisement
2/7
ভাবছেন কোথায় পাবেন এই গাছগুলি? আর কতই বা দাম? চিন্তার কিছু নেই, একদম বিনামূল্যে পেয়ে যাবেন এই মশা তাড়ানোর ভেষজ গাছ। ডেঙ্গু রোধ করতে বাঁকুড়া জেলা আয়ূষ শাখার উদ্যোগে একটি ভেষজ গাছের ছাদ বাগান রয়েছে, যার নাম আয়ূষ ভেষজ উদ্যান।
ভাবছেন কোথায় পাবেন এই গাছগুলি? আর কতই বা দাম? চিন্তার কিছু নেই, একদম বিনামূল্যে পেয়ে যাবেন এই মশা তাড়ানোর ভেষজ গাছ। ডেঙ্গু রোধ করতে বাঁকুড়া জেলা আয়ূষ শাখার উদ্যোগে একটি ভেষজ গাছের ছাদ বাগান রয়েছে, যার নাম আয়ূষ ভেষজ উদ্যান।
advertisement
3/7
যেখানে প্রায় ৭০টিরও বেশি ভেষজ উদ্ভিদ টবে বসানো আছে। প্রত্যেকটি গাছই আমাদের চারপাশে সহজলভ্য। এই গাছগুলির মধ্যে লেমন গ্রাস, সিট্রেনেলা, মিন্ট, জোয়ান এবং নিশিন্ধা। এই ভেষজ উদ্ভিদগুলি বাড়িতে রাখলেই পালিয়ে যাবে মশা। ডেঙ্গি থাকবে দূরে।
যেখানে প্রায় ৭০টিরও বেশি ভেষজ উদ্ভিদ টবে বসানো আছে। প্রত্যেকটি গাছই আমাদের চারপাশে সহজলভ্য। এই গাছগুলির মধ্যে লেমন গ্রাস, সিট্রেনেলা, মিন্ট, জোয়ান এবং নিশিন্ধা। এই ভেষজ উদ্ভিদগুলি বাড়িতে রাখলেই পালিয়ে যাবে মশা। ডেঙ্গি থাকবে দূরে।
advertisement
4/7
বাঁকুড়ার গৃহস্থরা যাতে খুব সহজে সহজলভ্য এই গাছগুলিকে চিনতে পারেন এবং উদ্ভিদগুলির ভেষজ গুণ বুঝে যথার্থ ব্যবহার করতে পারেন সেই কারণেই আয়ূষ শাখার এই উদ্যোগ। কেমিক্যাল ঘটিত মশা তাড়ানোর ধূপ কিংবা তরল ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
বাঁকুড়ার গৃহস্থরা যাতে খুব সহজে সহজলভ্য এই গাছগুলিকে চিনতে পারেন এবং উদ্ভিদগুলির ভেষজ গুণ বুঝে যথার্থ ব্যবহার করতে পারেন সেই কারণেই আয়ূষ শাখার এই উদ্যোগ। কেমিক্যাল ঘটিত মশা তাড়ানোর ধূপ কিংবা তরল ব্যবহার করলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।
advertisement
5/7
তবে লেমন গ্রাস, সিট্রোনেলা, মিন্ট, জোয়ান এবং নিশিন্ধা শুধুমাত্র ঘরে রেখে দিলেই দূর হবে মশা। বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার আয়ূষ, ডক্টর পার্থসারথি রায় জানান, এই গাছগুলিকে ব্যবহার করে পরবর্তীকালে মশা মারার ধূপ বানানো যেতে পারে। জৈব ধুপ ব্যবহার করলে শরীরের ক্ষতি হবে না।
তবে লেমন গ্রাস, সিট্রোনেলা, মিন্ট, জোয়ান এবং নিশিন্ধা শুধুমাত্র ঘরে রেখে দিলেই দূর হবে মশা। বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট মেডিক্যাল অফিসার আয়ূষ, ডক্টর পার্থসারথি রায় জানান, এই গাছগুলিকে ব্যবহার করে পরবর্তীকালে মশা মারার ধূপ বানানো যেতে পারে। জৈব ধুপ ব্যবহার করলে শরীরের ক্ষতি হবে না।
advertisement
6/7
ভেষজ উদ্ভিদ বণ্টন কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে পেয়ে যাবেন ভেষজ গাছ। আয়ূষ শাখাতে এসে আবেদন করলেই, আপনার প্রয়োজনের ভেষজ গাছ পেতে খুব একটা অসুবিধা হবে না, এমনটাই জানান ডঃ পার্থ সারথি রায়।
ভেষজ উদ্ভিদ বণ্টন কর্মসূচির মাধ্যমে বিনামূল্যে পেয়ে যাবেন ভেষজ গাছ। আয়ূষ শাখাতে এসে আবেদন করলেই, আপনার প্রয়োজনের ভেষজ গাছ পেতে খুব একটা অসুবিধা হবে না, এমনটাই জানান ডঃ পার্থ সারথি রায়।
advertisement
7/7
প্রতিটি ভেষজ উদ্ভিদের ভেষজ গুণ আলাদা। ভেষজ গুণগুলি জেনে এবং বুঝে উদ্ভিদের সঠিক ব্যবহার করলে সাধারণ রোগ জ্বালা খুব সহজেই নিরাময় করা সম্ভব এবং সাশ্রয়ও হবে বলে জানিয়েছেন তিনি।
প্রতিটি ভেষজ উদ্ভিদের ভেষজ গুণ আলাদা। ভেষজ গুণগুলি জেনে এবং বুঝে উদ্ভিদের সঠিক ব্যবহার করলে সাধারণ রোগ জ্বালা খুব সহজেই নিরাময় করা সম্ভব এবং সাশ্রয়ও হবে বলে জানিয়েছেন তিনি।
advertisement
advertisement
advertisement