West Bengal News: নর্দমায় এ কী ঘুরে বেড়াচ্ছে! কোচবিহারে বিপুল উচ্ছ্বাস, কী এমন মিলল?
- Published by:Suman Biswas
Last Updated:
West Bengal News: কোচবিহার শহরের নর্দমায় ঘুরছে কচ্ছপ৷ শহরে কচ্ছপের দেখা পেয়ে উচ্ছ্বসিত বাসিন্দারা।
#কোচবিহার: নর্দমায় ঘুরছে কচ্ছপ। আকছার দেখছেন অনেকেই। কোচবিহার শহরে বৈরাগী দিঘীর পাড়ে নর্দমাতে কচ্ছপ ঘুরে বেড়াতে দেখেছেন অনেকেই। তবে শহরের মাঝে কি করে এল কচ্ছপ? তা নিয়ে বাড়ছে কৌতুহল৷
কোচবিহার বন দপ্তর জানিয়েছে কোচবিহারের একাধিক জলাশয়ে কচ্ছপ আছে৷ মূলত কোচবিহার ২ ব্লকের বাণেশ্বর শিব মন্দিরের সাথে এ দিঘী আছে তাতে দল বেধে কচ্ছপ দের ঘুরে বেড়াতে দেখা যায়৷ যদিও তারা মোহন নামে পরিচিত। তাদের দেবতা রুপে পূজো করেন ভক্তরা। বাণেশ্বর এলাকায় এমন একাধিক কচ্ছপের অস্বিত্ব মিলেছে লাগোয়া জলাশয়ে। এমনকি হামেশাই কচ্ছপ হেঁটে রাস্তা পার করতেও দেখেন স্থানীয়রা। তবে বাণেশ্বর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কোচবিহার শহরের বিভিন্ন দিঘিতে কচ্ছপের দেখা পাওয়া গেছে। কোচবিহারের বাসিন্দা পার্থ নিয়োগী জানান তারা দেখেছেন নর্দমায় কচ্ছপটিকে। গতরাতে কচ্ছপটিকে ঘুরতে দেখেছেন৷ যাতে কেউ কচ্ছপটিকে ক্ষতি না করেন সেজন্য স্থানীয়রাই পাহাড়া দিচ্ছেন। বনদপ্তরের প্রাথমিক অনুমান লাগোয়া বৈরাগী দিঘী থেকে নর্দমায় চলে আসতে পারে কচ্ছপটি। কোচবিহার শহরের সাগর দিঘীতেও আছে কচ্ছপ। কয়েক মাস আগে বেশ কয়েকটি কচ্ছপের মৃত্যু হয়েছে।
advertisement
advertisement
বনদপ্তর মনে করেছিল সাগর দিঘীর জল মাত্রাতিরিক্তভাবে দূষিত হয়ে গিয়েছিল। আর সে কারণেই জলে অক্সিজেনের মাত্রা কমে যায়। অক্সিজেনের অভাবেই এই কচ্ছপগুলি মৃত্যু হয়েছিল কয়েক মাস আগে । সম্প্রতি নতুন করে কোনো কচ্ছপ মৃত্যুর খবর নেই সাগরদিঘী বা অন্যান্য দিঘীতে৷
advertisement
তবে শহরের সব দিঘীতেই কমবেশী কচ্ছপ আছে বলে অনুমান বন দপ্তরের। এই শহরে কচ্ছপ দের প্রতি কোচবিহারের বাসিন্দাদের আলাদা রকম আবেগ রয়েছে। তাই শহরের মাঝে বৈরাগী দিঘীর পারে নর্দমায় ঘুরে বেড়ানো কচ্ছপ দেখভালের দায়িত্ব নিয়েছেন শহরের বাসিন্দারাই। কোচবিহারে গত সাতদিন থেকে একটানা বৃষ্টি চলছে। কমবেশি শহরের সব দীঘির জল বেড়েছে। তাই লাগোয়া দিঘী থেকেই কচ্ছপ এই নর্দমায় চলে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
---প্রবীর কুণ্ড
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2022 3:08 PM IST