TMC MLA: '২১ জুলাই যাব না', তৃণমূল বিধায়কের বিস্ফোরক মন্তব্য! দল ছাড়া নিয়েও জল্পনা শুরু
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
TMC MLA: তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে সুর দিনদিন আরও চড়াচ্ছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
চঞ্চল মোদক, ইসলামপুর: ২১ জুলাই শহিদ দিবসে ধর্মতলা যাচ্ছেন না ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। এই প্রথমবার শহিদ দিবসে যাবেন না ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। মানুষের সুরক্ষার জন্য ইসলামপুরের পাহাড়াদার হিসাবে এখানে থাকবেন তিনি। বহু মানুষের উপর অত্যাচার হচ্ছে, জমি দখল করে নিচ্ছে, অনেকে ঘর ছাড়া রয়েছে। তারা অসহায় হয়ে পড়েছে, তাই তিনি ইসলামপুরের পাহারাদার হিসাবে থাকবেন। তিনি চলে গেলে কানাইয়া ও জাকির তাদের উপর সন্ত্রাস চালাবে, অত্যাচার চালাবে বলে অভিযোগ করেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। আর বিধায়কের এহেন মন্তব্যের পরই শুরু হয়েছে বিতর্ক।
প্রসঙ্গত, তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে সুর দিনদিন আরও চড়াচ্ছেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। ‘এভাবে তৃণমূল সন্ত্রাস চালালে রাজ্যসভায় ভোট দিতে যাব না। সরকার কোনও বিল আনলে সমর্থন করব না’, আক্রান্ত নির্দল প্রার্থীদের পাশে দাঁড়িয়ে হুঁশিয়ারিও দিয়েছিলেন ইসলামপুরের তৃণমূল বিধায়ক। তৃণমূলের ব্লক সভাপতির নেতৃত্বে নির্দল প্রার্থীদের উপর হামলার অভিযোগ করেছিলেন আব্দুল করিম চৌধুরী।
advertisement
advertisement
গত রবিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের আগডিমটি খুন্তি অঞ্চলের বুধাগছ,দিঘিরপাড় গ্রাম ঘুরে দেখেন বিদ্রোহী এই বিধায়ক। পঞ্চায়েত ভোটে করিম ঘনিষ্ঠরা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতায় করায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁদের বাড়িঘর ভাঙচুর করছেন বলে অভিযোগ করেন তিনি।
advertisement
আরও পড়ুন: ‘মৃত্যুদণ্ডের আবেদন জানাব’, মণিপুরে ২ গণধর্ষিতাকে বিবস্ত্র করে ঘোরানো, মুখ খুললেন মুখ্যমন্ত্রী
বিধায়ক আব্দুল করিম চৌধুরীর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে বারবার বলা সত্বেও তিনি কোনও পদক্ষেপ করছেন না। এই অত্যাচার বন্ধ না হলে তিনি সরকারের কাজকর্মের বিধোধিতা চালিয়ে যাবেন। এমনকী ওই গ্রামে দাঁড়িয়েই রাজ্যসভা নির্বাচন বয়কট করে বিধানসভার বিল পাশে হাজির না থাকার হুঁশিয়ারি দেন করিম। এরপরই তিনি জানিয়ে দিলেন, ২১ জুলাই ধর্মতলা যাচ্ছেন না তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 9:57 AM IST