British Army Boat: আগাছায় ঢাকা পড়ে রেয়েছে ২য় বিশ্ব ‌যুদ্ধের নির্দশন! সংরক্ষণের দাবি স্থানীয়দের

Last Updated:

পূর্ত (সড়ক) দফতরের একটি পরিত্যক্ত গোডাউন এলাকায় এই বোটগুলি অবহেলায় পড়ে রয়েছে

+
আগাছাপূর্ণ

আগাছাপূর্ণ ব্রিটিশ সেনাদের বোট

নিশিগঞ্জ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনারা যে সমস্ত অ্যালুমিনিয়ামের বোট ব্যবহার করতেন। সেই একই বোট পড়ে রয়েছে কোচবিহারের নিশিগঞ্জ এলাকায়। নিশিগঞ্জ এলাকার পূর্ত (সড়ক) দফতরের একটি পরিত্যক্ত গোডাউন এলাকায় এই বোটগুলি অবহেলায় পড়ে রয়েছে। এখনও পর্যন্ত বেশিরভাগ বোটগুলির অবস্থা আগাছা পূর্ণ হয়ে রয়েছে। এরমধ্যে একটি বোট আংশিক ভেঙেও গিয়েছে। তবে এখনও পর্যন্ত বোটগুলির গায়ে ব্রিটিশ আর্মি নাম খোদাই করে লেখা রয়েছে। বর্তমান সময়ে এই বোটগুলিকে দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার স্থানীয় মানুষেরা।
এলাকার এক স্থানীয় বাসিন্দা অঞ্জনা মালাকার জানান, “দীর্ঘ সময় ধরে আমার বাড়ির পাশে থাকা পূর্ত (সড়ক) দফতরের পরিত্যক্ত গোডাউনে উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে বোটগুলি। আগে একটা সময়ে এখানে লোক থাকতো। বর্তমানে কেউ থাকেনা। আগে সব সময় তাঁর বাড়ি ছাদ থেকে দেখতে পাওয়া যেত সেগুলিকে। বর্তমানে আগাছা পূর্ণ হয়ে থাকার কারণে অস্পষ্ট ভাবে কিছুটা দেখতে পাওয়া যায়। তবে দীর্ঘ সময়ের ইতিহাসের সাক্ষী এই বোট প্রশাসনের সংরক্ষণ করা উচিত। না হলে অচিরেই ইতিহাসের নিদর্শন এই বোটগুলি নষ্ট হয়ে যাবে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নিশিগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধান রজনীকান্ত বড়ুয়া জানান, “দীর্ঘ সময়ের পুরনো এই অ্যালুমিনিয়ামের বোট হেরিটেজ সম্পত্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোচবিহার রাজাদের সঙ্গে সুসম্পর্ক থাকা ব্রিটিশ সেনা এগুলি ব্যবহার করত। তাই জেলা প্রশাসনের উচিত এগুলিকে দ্রুত সংরক্ষণ করা।” প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন জানান, “কোচবিহার মহারাজাদের এবং ইংরেজ সেনার স্মৃতি বিজড়িত এই বোটগুলি ব্রিটিশ আমল থেকেই এখানে রয়েছে। ১৯৪২ সালে এই বোটগুলিকে তৈরি করা হয়েছিল তা খোদাই রয়েছে বোটের গায়ে। হেরিটেজ এই বোটগুলিকে দ্রুত সংরক্ষণ করা উচিত জেলা প্রশাসনের।”
advertisement
পূর্ত (সড়ক) দফতরের গোডাউনে অবহেলায় পড়ে থাকা এই ব্রিটিশ সেনার বোটগুলি বর্তমান সময়ে বহু কৌতুহলীরা দেখতে আসছেন। তবে ইতিহাসের সাক্ষী এই বোটগুলিকে অবিলম্বে সংরক্ষণ করা উচিত জেলা প্রশাসনের। না হলে অচিরেই দীর্ঘ ইতিহাসের সাক্ষী হেরিটেজ এই বোটগুলি নষ্ট হয়ে যাবে। যদিও এই বোটগুলি সংরক্ষণের বিষয়ে এখনও পর্যন্ত প্রশাসনিক কোন উদ্যোগ দেখতে পাওয়া যায়নি।
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
British Army Boat: আগাছায় ঢাকা পড়ে রেয়েছে ২য় বিশ্ব ‌যুদ্ধের নির্দশন! সংরক্ষণের দাবি স্থানীয়দের
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement