হোম /খবর /উত্তরবঙ্গ /
প্রকাশ্যে গুলি চালিয়ে যুবক খুন ! কার্যত পুরুষশূন্য নারায়ণপুর গ্রাম !

প্রকাশ্যে গুলি চালিয়ে যুবক খুন ! কার্যত পুরুষশূন্য নারায়ণপুর গ্রাম !

গুলিবিদ্ধ আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

  • Last Updated :
  • Share this:

#মালদহ: ভরদুপুরে প্রকাশ্য দিবালোকে শুট আউট। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে গুলি মালদহের  কালিয়াচকে। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক যুবকের। গুলিবিদ্ধ আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার দুপুরে কালিয়াচকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরের ঘটনা। খবর পেয়ে এলাকায় পৌঁছয় বাড়তি পুলিশ বাহিনী। বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তিন মহিলা সহ চার জনকে আটক করেছে কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, কালিয়াচকের একসময়ের ত্রাস তুহুর আলি বিশ্বাসের আত্মীয়দের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরেই বিবাদ চলছিল। এদিন নারায়ণপুর এলাকায় বিবাদ নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা চলার সময় আচমকাই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, সেইসময় অন্য পক্ষের গুলিতে আহত হন তহুর বিশ্বাসের এক ছেলে সালাম আলি বিশ্বাস এবং এক পৌত্র নওয়াজ শরিফ বিশ্বাস। পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে মৃত্যু হয় গুলিবিদ্ধ নওয়াজ শরিফের(৩২)। গুলিবিদ্ধ সালাম এর পায়ের ওপরের অংশে গুলি লাগে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনার জেরে জাহাঙ্গীর শেখ, বাট্টু শেখ  সহ প্রায় ৪০ জনের বিরুদ্ধে কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার পর থেকেই কার্যত থমথমে গোটা নারায়নপুর এলাকা। কার্যত পুরুষশূন্য হয়ে পড়েছে নারায়নপুর গ্রাম।

প্রচুর মানুষের সামনে গোলমাল, শুট আউট হলেও এনিয়ে কেউই কোনও মন্তব্য করতে চাননি। স্থানীয় বাসিন্দাদের অধিকাংশেরই দাবি,  ঘটনা সম্পর্কে তাদের কিছুই জানা নেই। এদিকে দুপুর পর্যন্ত এলাকায় দফায় দফায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। বিকেল পর্যন্ত তিন মহিলা সহ চার  জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।মালদহের পুলিশ সুপার অলোক রাজুরিয়া জানিয়েছেন, গুলি ও খুনের ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। পুরনো বিবাদ থেকে গোলমাল বলে প্রাথমিক অনুমান। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে পুলিশ।

সেবক দেবশর্মা

Published by:Piya Banerjee
First published:

Tags: Kaliachak, Malda, Murdered