Darjeeling News: নেপালি গানে মাতবে পাহাড়ের জিটিএ আইডলের মঞ্চ! প্রতিযোগিতা জিতলে মিলবে চাকরি

Last Updated:

পাহাড়ের বুকে নেপালি গানে মাতবে জিটিএ আইডলের মঞ্চ! এই মঞ্চে জয়ী প্রতিযোগী পাবে তথ্য সংস্কৃতি দপ্তরে চাকরির সুযোগ সঙ্গে মিলবে নগদ অর্থ!

+
দার্জিলিং

দার্জিলিং

দার্জিলিং: পাহাড়ের ছেলেমেয়েদের উৎসাহ দিতে এবং তাদের প্রতিভাকে সামনে তুলে ধরতে বড় উদ্যোগ জিটিএ’র। সারেগামাপা বা ইন্ডিয়ান আইডল নয়, এবার পাহাড়ে শুরু হচ্ছে জিটিএ আইডল। এটি মূলত একটি সংগীতের মঞ্চ যা আগামী দিনে পাহাড়ের ছেলেমেয়েদের একটি বড় মঞ্চ উপহার দেবে।
পাহাড়ের ছেলেমেয়েদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে তবে সময় বা সঠিক মঞ্চ না থাকায় তা সামনে উঠে আসছে না সেই অর্থেই জিটিএর এই উদ্যোগ সারা ফেলেছে পাহাড়বাসীর মনে। বর্তমানে শুধু গান থাকলেও আগামী দিনে নাচ সহ আরো বিভিন্ন জিনিস এই জিটিএ আইডলের আওতায় আনা হবে। ইতিমধ্যেই জিটিএ বেল্টের বিভিন্ন জায়গায় অডিশন পর্ব শুরু হয়ে গিয়েছে। এই অডিশন পর্ব শেষের পরেই চলবে সিলেকশন রাউন্ড তারপরেই গ্র্যান্ড ফিনালে।
advertisement
advertisement
এই প্রসঙ্গে জি টি এ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক এসপি শর্মা জানান পাহাড়ের বুকে প্রচুর প্রতিভা লুকিয়ে আছে তা তুলে ধরতেই আমাদের এই উদ্যোগ। সাধারণত নেপালি গানের তেমন কোন মঞ্চ নেই বেশিরভাগ সময় নেপালে গিয়ে তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। সাধারণত নেপালি ভাষা বাকি সব ভাষা থেকে একটু আলাদা সেই অর্থে পাহাড়ের যুবক যুবতীদের একটি ইচ্ছে ছিল এই নেপালি ভাষায় একটি মঞ্চ হোক সেই অর্থেই এই মঞ্চ হলে অনেকটাই সুবিধে হবে পাহাড়ের যুবক-যুবতীদের জন্য। পাহাড়ের ৪৫ টি সমষ্টিতে এই অডিশন রাউন্ড চলছে, ইতিমধ্যেই ব্যাপক সাড়া মিলেছে।
advertisement
নেপালি গানের সুরে পাহাড়ের যুবক-যুবতীদের গানে মেতে উঠবে জিটিএ আইডলের মঞ্চ। সর্বপ্রথম গরুবাথানে এই অডিশন রাউন্ড শুরু হয় এরপর মিরিক সিটং সহ জিটিএ-র মোট ৪৫টি সমষ্টিতে এই অডিশন রাউন্ড চলবে।সব মিলিয়ে জি টিএ-র এই উদ্যোগে খুশি গোটা পাহাড়।
advertisement
সুজয় ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: নেপালি গানে মাতবে পাহাড়ের জিটিএ আইডলের মঞ্চ! প্রতিযোগিতা জিতলে মিলবে চাকরি
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement