Malda News: সাইকেল চালিয়ে শহর ঘুরছেন পুরসভার চেয়ারম্যান, কারণ জানলে অবাক হবেন
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Harashit Singha
Last Updated:
Malda News: সাইকেল নিয়ে গোটা শহর ঘুরছেন পুরসভার চেয়ারম্যান, ডেঙ্গি নিয়ে সচেতনতার পাশাপাশি মানুষের বিভিন্ন সমস্যা অভাব অভিযোগের কথা শুনছেন।
মালদহ: ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব কর্মসূচি পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যানের। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ নিজে সাইকেল চালিয়ে শহরের বিভিন্ন এলাকায় অলিতে গলিতে ঘুরছেন। সাইকেলের সামনে প্ল্যাকার্ডে লেখা রয়েছে ডেঙ্গি সচেতনতার বার্তা। সেই সাইকেল নিয়েই বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মানুষকে ডেঙ্গি নিয়ে সচেতন করছেন। কারণ ইতিমধ্যে মালদহ জেলা জুড়ে ডেঙ্গি নিয়ে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।
প্রতিবছর মালদহ জেলা-সহ দুই শহরে ডেঙ্গির প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পায়। এই বছর বর্ষার অনেক আগে থেকেই জেলায় ডেঙ্গির প্রকোপ শুরু হয়েছে। এই সময় ডেঙ্গির বৃদ্ধির আরও সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই জেলার দুই পুরসভার কর্তাদের সতর্ক করা হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে। সেই মতো পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বিভিন্ন পরিকল্পনার পাশাপাশি নিজের সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ডেঙ্গি নিয়ে সচেতনতার বার্তা দিচ্ছেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, কোথাও কোন আবর্জনা যেন জমে না থাকে জমা জল যেন নিকাশ করা হয় সেই বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষকে বোঝাচ্ছেন তিনি।
advertisement
advertisement
শুধুমাত্র ডেঙ্গি নিয়ে সচেতনতা নয়। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যানের সাইকেল অভিযানের মধ্যে দিয়ে শহরের বিভিন্ন প্রান্তের মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, +”একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নির্দেশ দিয়েছিলেন। সেই মতো আমি সাইকেল নিয়ে শহর ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছি। জনসংযোগ করা হচ্ছে। পাশাপাশি ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করছি।”
advertisement
হরষিত সিংহ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 14, 2024 5:27 PM IST